বাংলাহান্ট ডেস্কঃ দৈনন্দিন জীবনের নানান মুহূর্তের ভাইরাল ভিডিও (viral video) উঠে আসে স্যোশাল মিডিয়ায়। ব্যস্ততার দিনে কাজের ফাঁকে কিছুটা সময় বের করে নেটিজনরা চোখ রাখে মোবাইল স্ক্রিনে। আর সেই সময় যদি কোন ভিডিও একবার তাদের মনে ধরে যায়, তাহলে তা ভাইরাল হতে এক মুহূর্তও সময় লাগে না।
সম্প্রতি সময়ে নেটদুনিয়ায় এমন এক ভিডিও ভাইরাল হয়েছে, যা মন ছুঁয়ে গেছে নেট নাগরিকদের। রেল পুলিশের তৎপরতা এবং উপস্থিত বুদ্ধির জেরে, প্রাণে বাঁচলেন এক বৃদ্ধ। সেই দুধর্ষ মুহূর্তের ভিডিও স্যোশাল মিডিয়ায় নিজেই শেয়ার করে নিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল (Piyush Goyal)।
প্রথমেই দেখে নিন সেই রোমহর্ষক ভাইরাল ভিডিও-
राजस्थान के सवाई माधोपुर स्टेशन पर एक बुजुर्ग यात्री को ड्यूटी पर तैनात सुरक्षा कर्मी द्वारा त्वरित कार्रवाई करते हुए ट्रेन की चपेट में आने से बचाया गया।
अपने सुरक्षाकर्मियों पर हमें गर्व है, जो पूरे सेवाभाव के साथ अपने दायित्व का निर्वहन कर रहे हैं। pic.twitter.com/qghECbmTZo
— Piyush Goyal (@PiyushGoyal) April 2, 2021
ভিডিও প্ল্যাটফর্মে থাকা সিসিটিভি ক্যামেরাতেই রেকর্ড হয়েছে বলে বোঝা যাচ্ছে। যেখানে স্পষ্টই দেখা যাচ্ছে, প্ল্যাটফর্ম দিয়ে একটি ট্রেন নিজের গতি নিয়ে চলছে। আচমকাই এক রেল পুলিশকে দৌড় দিতে দেখা যায়। মুহূর্তের মধ্যে দেখা যায়, এক ব্যক্তি ট্রেনের জানলা ধরে ঝুলছেন এবং ওই রেলপুলিশ কর্মী তাঁকে বাঁচাতে দৌড়ে গিয়েছিলেন।
রাজস্থানের সওয়াই মাধোপুর রেলস্টেশনে এই ঘটনাটি ঘটেছে। ট্রেন চলাকালীন রেললাইন আর প্ল্যাটফর্মের মাঝখানে যাতে না পড়ে যায়, নিজের প্রাণ বাঁচানোর জন্য এক বৃদ্ধ চলন্ত ট্রেনের জানলা ধরে ঝুলছিলেন। রেল পুলিশের ওই কর্মী এই দৃশ্য দেখে তাঁকে বাঁচাতে ছুঁটে যান। গিয়ে তাঁকে জানলা থেকে প্রথমে তাঁর জামা টেনে নামিয়ে তারপর তাঁকে সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে আনেন। খোদ রেলমন্ত্রী এই ভিডিও স্যোশাল মিডিয়ায় শেয়ার করতেই মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।