‘জমি খালি করুন, না হলে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে’, খোদ হনুমানজিকেই নোটিশ পাঠিয়ে বসল রেল

বাংলাহান্ট ডেস্ক : অবাক কাণ্ড রেলের (Indian Railway) খোদ বজরংবলীকেই আইনি নোটিশ পাঠিয়ে বসল দফতর। পরেশ রাওয়াল ও অক্ষয় কুমার অভিনীত ওহ মাই গড ছবির বাস্তব রূপায়ণ যেন। ওই ছবিতে ব্যক্তিগত ক্ষতির জন্য ঈশ্বরের কাছে পাঠানো একটি নোটিশ দেখানো হয়েছে। এখানে ঝাড়খণ্ডের ধানবাদ জেলা থেকে এমনই একটি ঘটনা সামনে আসে। তবে এখানে কোনো ব্যক্তি ঈশ্বরকে নোটিশ পাঠায়নি। বরং ধানবাদ রেলওয়ে বিভাগই হনুমান জির নাম নোটিশ পাঠিয়ে বসেছে।

ঘটনাটি জেলার বেকারবাঁধের। ১৯৩১ সাল থেকে হনুমানজির একটি মন্দির রয়েছে এলাকায়। এই মন্দিরে প্রতিদিন স্থানীয় মানুষ পূজা করে থাকেন। সোমবার সকালে পুজো দিতে যাওয়ার সঙ্গে সঙ্গে মন্দিরের প্রধান ফটকে রেলওয়ের নোটিশ সাঁটা দেখতে পান এলাকার মানুষ। মন্দিরের গেটে সাঁটানো নোটিশে লেখা আছে রেলওয়ের জমি দখল করে নিয়েছেন। শীঘ্রই জমি পরিষ্কার করুন। অন্যথায় আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নোটিশ পাঠানোর তারিখ দেওয়া রয়েছে ২৯ সেপ্টেম্বর।

রেলের পাঠানো নোটিশটিতে লেখা রয়েছে : হনুমান মন্দির, বেকার ড্যাম কলোনি ধানবাদ। বিষয়: অননুমোদিত বাঁধ কলোনীতে রেলওয়ের জমি অবৈধ দখলের বিষয়ে। তথ্যসূত্র:- সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার ওয়ার্ক (1) ধানবাদের চিঠি নং এল/২ তারিখ ২৭/০৯/২০২২ উপরোক্ত বিষয়ের সাথে সম্পর্কিত, আপনাকে জানানো হচ্ছে যে আপনি উপরোক্ত রেলওয়ের জমি (মন্দির) অবৈধভাবে দখল করেছেন যা আইনত অপরাধ। অতএব, আপনাকে নির্দেশ দেওয়া হচ্ছে যে রেলওয়ের জমিটি খালি করে চিঠি প্রাপ্তির দশ দিনের মধ্যে সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ারের কাছে হস্তান্তর করুন, অন্যথায় আপনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। এটা অপরিহার্য বিবেচনা করুন.

এ বিষয় নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। লোকেরা বলে যে তারা প্রায় কয়েক দশক ধরে এখানে বসবাস করছে। আজ পর্যন্ত রেলওয়ে কোনো নোটিশ দেয়নি। প্রথমবার এই নোটিশ পেলাম। আগে রেলওয়ে সাধারণ মানুষকে নোটিশ দিত। এই প্রথম ঈশ্বরকে নোটিশ দেওয়া হল, এটা দুর্ভাগ্যজনক। আমরা এর বিরোধিতা করছি।

প্রসঙ্গত, মন্দিরে নোটিশ সাঁটানোর পর সেখানকার বাসিন্দাদেরও নোটিশ দিয়েছে রেল। রেলওয়ে কর্মকর্তাদের মতে, ওই জমি রেলওয়ের। সেখানে বসবাসকারী মানুষ অননুমোদিতভাবে বসবাস করছে। তাদের দ্রুত জমি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর