বাংলাহান্ট ডেস্কঃ শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুম। এই সময় দলে দলে মানুষ বেরিয়ে পড়েছেন বিভিন্ন মন্ডপের প্রতিমা দর্শনের জন্য। মানুষের বাঁধ ভাঙা ভিড় উপছে পড়েছে শহরের রাস্তায়। এই পরিস্থিতিতে এক বড় সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ।
গত বছর করোনা আবহের মধ্যে মায়ের আগমনীর মধ্যেও স্বাভাবিক ছিল ট্রেন চলাচল ব্যবস্থা। এবছরও সেই পরিস্থিতিই দেখা যাচ্ছে। চলতে থাকা করোনা আবহে এবারও বন্ধ রয়েছে স্বাভাবিক ট্রেন চলাচল। কিছু কিছু স্টাফ পস্পেশাল ট্রেন চললেও, বর্তমান সময়ে পুজোর মধ্যে তাতেও উপছে পড়া ভিড় দেখা যাচ্ছে।
এই পরিস্থিতিতে এক বড় সিদ্ধান্ত নিল হাওড়া ডিভিশন। হাওড়া, শিয়ালদহমুখী ট্রেনে দর্শনার্থীদের উপছে পড়া ভিড় দেখে রাতেও বেশি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল হাওড়া ডিভিশন। তবে শিয়ালদহ ডিভিশন থেকে জানানো হয়েছে, এই বিষয়ে সম্পূর্ণ সিদ্ধান্ত না নেওয়া হলেও, প্রয়োজন হলে রাতে ট্রেন চালানো হবে।
এবিষয়ে শিয়ালদহের ডিআরএম এস পি সিং জানিয়েছেন, ‘এই বিষয়ে এখনও সিদ্ধান্ত না নেওয়া হলেও, প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। প্রয়োজন হলে রাতে ট্রেন চালানো হবে শিয়ালদহ থেকে’।
আবার হাওড়ার সিনিয়র ডিভিশন্যাল অপারেশন ম্যানেজার রোশন কুমার জানিয়েছেন, ‘২০১৯ সালে পুজোয় গভীর রাতে যত ট্রেন চালানো হয়েছিল, এবছর তার থেকে সংখ্যায় আরও বেশি ট্রেন চালানো হবে। সেবার ৮ টি ট্রেন চালানো হলেও, এবছর ১২ টি ট্রেন চালানো হবে। ট্রেনের সংখ্যা বর্তমানে কম থাকায় সপ্তমী থেকে নবমী পর্যন্ত বাড়তি চারটি ট্রেন চালানো হবে’।
দেখে নিন কোন কোন ট্রেন বাড়তি চলবে-
রাত ১২.৪৫ মিনিটে হাওড়া থেকে বর্ধমান মেন শাখার জন্য একটি ট্রেন ছাড়া হবে।
রাত ৯.৩০ মিনিটে বর্ধমান থেকে হাওড়ার উদ্দেশে একটি ট্রেন ছাড়া হবে।
রাত ১.১৫ মিনিটে হাওড়া থেকে বর্ধমান কর্ড লোকাল ট্রেন ছাড়া হবে।
রাত ১০.৩০ মিনিটে বর্ধমান থেকে হাওড়ার উদ্দেশে ট্রেন ছাড়া হবে।
রাত ১ টা, ১.৫০ ও ২.৫০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে তিনটি ব্যান্ডেল লোকাল ছাড়া হবে।
রাত ১১.৩০, ১২.৩০ ও ১.৩০ মিনিটে ব্যান্ডেল থেকে হাওড়ার উদ্দেশে ছাড়া হবে তিনটি লোকাল ট্রেন।
রাত ১২.৩০ মিনিটে শেওড়াফুলি থেকে তারকেশ্বরের উদ্দেশে ছাড়া হবে একটি ট্রেন।
রাত ১১.১০ মিনিটে তারকেশ্বর থেকে হাওড়ার উদ্দেশে ছাড়া হবে একটি ট্রেন।