বাংলা হান্ট ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য এবার মিলল বড় সুখবর! ইতিমধ্যেই ৮০,০০০-এরও বেশি শূন্যপদে নিয়োগের (Recruitment) বিষয়ে এবার গুরুত্বপূর্ণ তথ্য সামনে এনেছে রেল (Indian Railways)। এমনিতেই রেলে চাকরির স্বপ্ন নিয়ে দেশে প্রতি বছর হাজার হাজার যুবক-যুবতী প্রস্তুতি নিতে থাকেন।
এমতাবস্থায়, তাঁদের জন্যই আসতে চলেছে বড় সুযোগ। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল। মূলত, আমাদের দেশে কর্মসংস্থানের দিক থেকে রেল অনেকটাই এগিয়ে রয়েছে। কারণ, রেলের বিভিন্ন জোনে প্রতিবছর সর্বাধিক কর্মসংস্থানের সুযোগ থাকে।
এই প্রসঙ্গে রেলের এক আধিকারিক জানিয়েছেন, এবার রেলে লক্ষাধিক পদ শূন্য রয়েছে বলে খবর মিলেছে। এর মধ্যে ৮০,০০০ শূন্যপদের প্রসঙ্গে দ্রুত বিজ্ঞপ্তিও জারি হবে।
প্রতি বছরই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে রেল: সারা ভারতে রেলের একাধিক জোন রয়েছে। এমতাবস্থায়, ওই জোনগুলি প্রায়শই শূন্যপদের ভিত্তিতে বিজ্ঞপ্তি জারি করে। তবে, এবার রেলের তরফে যে নিয়োগপ্রক্রিয়ার জন্য বিজ্ঞপ্তি আসতে চলেছে তাতে গ্রুপ সি এবং গ্রুপ ডি-র পদ থাকবে বলে জানা গিয়েছে।
বয়সসীমা এবং যোগ্যতা: প্রাপ্ত তথ্য অনুসারে, এই নিয়োগের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে। পাশাপাশি, সর্বোচ্চ বয়স হতে হবে ৩৫ বছর। এদিকে, শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থীকে যেকোনো বোর্ড থেকে অষ্টম, দশম অথবা দ্বাদশ শ্রেণি পাশ করতে হবে।