ঠোঁটে সিগারেট, ডিপ নেক টপের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে ক্লিভেজ; ‘বোল্ড’ অবতারে নজর কাড়ছেন সুন্দরী রাইমা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: টলিউডের (tollywood) অন‍্যতম জনপ্রিয় ও সফল অভিনেত্রী রাইমা সেন (raima sen)। দিদিমা সুচিত্রা সেন ও মা মুনমুন সেনের ঐতিহ‍্যকে সিনেমায় সগৌরবে এগিয়ে নিয়ে চলেছেন রাইমা। তবে মা দিদিমার প্রভাবে নয়, নিজের অভিনয় দক্ষতা দিয়েই টলিউডে নিজের আসনটা পাকা করেছেন তিনি। সুন্দরী রাইমার চোখের জাদুতে কাত আপামর বাঙালি।
হিন্দি, বাংলা ছাড়া দক্ষিণেও পৌঁছে গিয়েছে রাইমার ম‍্যাজিক। গত বছরেই একটি তামিল ছবি করেছেন তিনি। পাশাপাশি হিন্দি ছবি এবং ওয়েব সিরিজেও চুটিয়ে অভিনয় করছেন রাইমা। বাংলায় তাঁর শেষ ছবি ‘দ্বিতীয় পুরুষ’। সৃজিত মুখার্জির পরিচালনায় ‘বাইশে শ্রাবণ’ ছবির সিকুয়েল এটি।


অভিনয় ছাড়া সোশ‍্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় দেখা যায় রাইমাকে। অনুরাগীদের জন‍্য মাঝে মাঝেই নিত‍্য নতুন ছবি, ফটোশুট শেয়ার করতে থাকেন তিনি। সম্প্রতি একটি নতুন ফটোশুটের ছবি শেয়ার করেছেন রাইমা।

https://www.instagram.com/p/CALl-znlAyc/?igshid=1d752h4yojw52

https://www.instagram.com/p/B_ys7t3FWHS/?igshid=8fg3dw0o3org

https://www.instagram.com/p/B-v2xcDFRwz/?igshid=17g4vf6qpxhl2

জ্বলন্ত সিগারেট ঠোঁটে নিয়ে বিছানায় শুয়ে ক‍্যামেরার জন‍্য পোজ দিতে দেখা গিয়েছে তাঁকে। তবে শুধুমাত্র ফটোশুটের জন‍্যই যে সিগারেট নিয়েছেন তা নিজেই জানিয়ে দিয়েছেন রাইমা। ১৭ হাজার লাইক ইতিমধ‍্যেই পড়ে গিয়েছে এই ছবিতে।

https://www.instagram.com/p/CDIW7CjlBx2/?igshid=42sj67fjhb7x

https://www.instagram.com/p/B6R033alaZG/?igshid=1auwdo4apxwz9

https://www.instagram.com/p/B9cD9yoFhb3/?igshid=10df0chagkbtw

আরও দুটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। লং বব কাট চুল, ডিপ নেক পোশাকের উপর দিয়ে উঁকি দিচ্ছে বক্ষ বিভাজিকা। এমন মোহময়ী রূপেই ছবিতে ধরা দিয়েছেন রাইমা। ৩৪ হাজারের বেশি লাইক পড়েছে এই ছবিতে। পোস্ট করা মাত্রই ভাইরাল হয়ে গিয়েছে রাইমার এই ছবিগুলি।

https://www.instagram.com/p/CDJIntuF5wX/?igshid=mid6bbl5urri

https://www.instagram.com/p/B2nLqSPF6Q2/?igshid=s02nisd84n5h

https://www.instagram.com/p/B0_QkwqFBT1/?igshid=1fm1mxqfat0en

https://www.instagram.com/p/Bz8Uay9lY8p/?igshid=1d60t8dr6782b

প্রসঙ্গত, শুধু নিজের ছবিই নয়, ইনস্টাগ্রামে বোন রিয়া, মা মুনমুন সেনের সঙ্গেও ছবি শেয়ার করেন রাইমা। সম্প্রতি মহানায়িকা সুচিত্রা সেনের জন্মদিনে তাঁর দুটি ছবি শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন নাতনি রাইমা সেন।

সম্পর্কিত খবর

X