অবিবাহিত হয়ে সিঁথিতে সিঁদুর কেন? কটুক্তির শিকার তনুশ্রী-রাইমা-সোহিনীরা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: এই বছরের মতো বিদায় নিয়ে কৈলাসে পাড়ি দিলেন উমা। আবার সামনের বছরের জন‍্য দিন গোনা শুরু। চোখে জল নিয়েও হাসিমুখে মাকে বরণ করেছে বঙ্গ নারীরা। আমজনতার সঙ্গে টলি নায়িকারাও সিঁদুর খেলেছেন, বরণ করেছেন মা দুগ্গাকে। কিন্তু সিঁদুর খেলতে গিয়েই সমালোচনার শিকার হলেন টলিউডের তিন অভিনেত্রী রাইমা সেন (raima sen), তনুশ্রী চক্রবর্তী (tanusree chakraborty) এবং সোহিনী সরকার (sohini sarkar)।

দশমীর দিন শহরের এক মণ্ডপে মা দূর্গার বরণ করতে উপস্থিত হন তনুশ্রী চক্রবর্তী। টুকটুকে লাল শাড়িতে সেজে উমাকে বরণ করতে দেখা যায় তাঁকে। সেই মণ্ডপেই দেখা অপর দুই অভিনেত্রী রাইমা ও সোহিনীর সঙ্গে। একসঙ্গে মিলে সিঁদুর খেললেন তাঁরা, তুললেন সেলফি। সেই সব ছবি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার হতেই ধেয়ে এল কটাক্ষ।


তনুশ্রী, রাইমা, সোহিনী তিন জনকেই অবিবাহিত বলেই জানেন সকলে। এয়োস্ত্রী না হলে সিঁথিতে সিঁদুর ছোঁয়ানো যায় না। তাহলে এই তিন অভিনেত্রীর সিঁথি সিঁদুরে রাঙা কেন? সিঁদুর নিয়ে তো ছেলেখেলা চলে না, বক্তব‍্য নেটিজেনদের। এ নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে রাইমা থেকে তনুশ্রী, সোহিনীদের। এদিন মণ্ডপে সিঁদুর খেলায় অংশ নিয়েছিলেন মুনমুন সেন, জুন মালিয়া, রণিতা দাসরা।

https://www.instagram.com/p/CVFCt0ABCyw/?utm_medium=copy_link

https://www.instagram.com/p/CVE66SelVvw/?utm_medium=copy_link

সম্প্রতি রাইমা জানিয়েছেন বিয়ের ব‍্যাপারে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন তিনি। সাফ জানিয়েছেন, বিয়ে করবেন না। নিজের কাজেই মন দিতে চান তিনি। অপরদিকে সোহিনী এবং তনুশ্রী দুজনেই প্রেমের সম্পর্কে রয়েছেন। অভিনেতা রণজয়ের সঙ্গে প্রেম করছেন সোহিনী, অপরদিকে তনুশ্রীও বেশ অনেকদিন ধরেই সম্পর্কে রয়েছেন বলে খবর।

সম্পর্কিত খবর

X