মহানায়িকা সুচিত্রা সেনের বায়োপিকে নাতনি রাইমা, ‘আমার কাছে গর্বের বিষয়’, উচ্ছ্বসিত নায়িকা

বাংলাহান্ট ডেস্ক : মহানায়িকা সুচিত্রা সেনের (Suchitra Sen) নাতনি হলেও ফিল্মি জগতে কেরিয়ার তৈরির ক্ষেত্রে নিজস্ব ছাপ রেখেছেন রাইমা সেন। বাংলা চলচ্চিত্রের খ্যাতনামা সেন বংশের মেয়ে তিনি। খোদ মহানায়িকা সুচিত্রা সেনের (Suchitra Sen) নাতনি তিনি। ছোট থেকেই দেখে এসেছেন তাঁর গ্ল্যামার, তাঁর ব্যক্তিত্বের সাক্ষী থেকেছেন। এবার পর্দায় সুচিত্রা সেনের বায়োপিকে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করলেন রাইমা।

সুচিত্রা সেনের (Suchitra Sen) ভূমিকায় রাইমা

সুচিত্রা সেনের (Suchitra Sen) বায়োপিক হলে সেখানে তিনি অভিনয় করতে চান মহানায়িকার ভূমিকায়। এমনি ইচ্ছা প্রকাশ করেছেন রাইমা। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি বলেন, সুযোগ পেলে নিজের দিদা সুচিত্রা সেনের (Suchitra Sen) জীবনকাহিনিকে তিনি পর্দায় তুলে ধরতে চান। তাঁর কথায়, ‘আমার দিদা সুচিত্রা সেনের চরিত্রে অভিনয় করা আমার কাছে গর্বের বিষয়। যদি ভালো চিত্রনাট্য আসে আমি নিশ্চয়ই তাঁকে পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করব।

আরো পড়ুন : এই ভাবেই মরতে চান! মৃত্যুর আগে শেষ ইচ্ছা জানিয়ে দিলেন শাহরুখ

রাইমার সঙ্গে মিল পান অনেকেই

রাইমা আরো বলেন, বিষয়টা তাঁর কাছে যথেষ্ট চ্যালেঞ্জিং হবে। তবে এই চ্যালেঞ্জটা তিনি নিতে চান। বিভিন্ন সময়ে মহানায়িকা সুচিত্রা সেনের (Suchitra Sen) সঙ্গে তুলনা করা হয়েছে রাইমার। অনেকের মতে, তাঁর সঙ্গে সুচিত্রার অদ্ভূত কিছু মিল রয়েছে। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবিতে রাইমার সঙ্গে সুচিত্রার মিল খুঁজে পেয়েছেন নেটিজেনরা। অনেকের মতে, সুচিত্রা সেনের ভূমিকায় অভিনয় করার জন্য রাইমা খুবই ভালো পছন্দ।

আরো পড়ুন : হাতে পরে থাকেন ‘জীবন্ত’ পাথর, এই ব্রেসলেটই বিষ্ণোইয়ের হাত থেকে বাঁচিয়েছে সলমনকে!

নিজের জোরে করেছেন পরিচিতি

রাইমা নিজে দিদা সুচিত্রা (Suchitra Sen) এবং মা মুনমুনের ছায়া থেকে বেরিয়ে নিজের দমে অভিনয় জগতে জায়গা করে নিয়েছেন। চোখের বালি, নৌকাডুবি থেকে বাইশে শ্রাবণ, পরিণীতা, ক্ষতর মতো ছবিতে নিজের অভিনয় দক্ষতা দেখানোর পর ওয়েব সিরিজেও পা রেখেছেন রাইমা। বাংলা থেকে হিন্দি দুই ইন্ডাস্ট্রিতেই দাপটের সঙ্গে কাজ করছেন তিনি।

Suchitra Sen

শুধু অভিনয় নয়, রাইমা আসতে চান রাজনীতিতেও। মা মুনমুন সেন ছিলেন রাজনীতিতে। অভিনেত্রীর কথায়, এখন তিনি অভিনয়ে ফোকাস করতে চান ঠিকই। তবে আগামী ৫ বছরের মধ্যে একবার রাজনীতির ময়দানেও নিজের ভাগ্য পরীক্ষা করতে চান তিনি। কোন দলের হয়ে রাজনীতিতে নামবেন রাইমা, তা অবশ্য এখনি প্রকাশ করেননি অভিনেত্রী।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর