বাংলা হান্ট ডেস্ক : রাজ্যের ৯ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর (IMD Kolkata)। মঙ্গলবার পর্যন্ত প্রায় রাজ্যজুড়েই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি (Rain) হবে। কয়েকটি জেলায় শিলাবৃষ্টিও (Hailstorms) হতে পারে বলে জানা যাচ্ছে। কলকাতায় গতকাল মেঘলা আকাশ। বেলার দিকে কয়েক পশলা বৃষ্টিও হয়েছে। আজ তুলনামূলক পরিষ্কার আকাশ। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দু-এক জায়গায় বজ্র বিদ্যুত-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে মনে করছে হাওয়া অফিস (Alipore Weather Office)।
এক নজরে আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা : ৩৪.৯°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৩.৮° সেলসিয়াস
আর্দ্রতা : ৮৩%
বাতাস : ১৬ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৮৭%
কলকাতার আবহাওয়া : কলকাতায় সোমবার প্রধানত মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎসহ দুই এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে শহরে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২১.৬ ডিগ্রি থেকে কমে ২০.৬ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি থেকে কমে ২৬.৫ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ৮ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৭ থেকে ৯৪ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতা শহরে বৃষ্টি হয়েছে ৫.৬ মিলিমিটার।
উত্তরবঙ্গের আবহাওয়া : উত্তরবঙ্গের আগামী ২৪ ঘণ্টায় মালদা, দুই দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে।কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে। সেই সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২০ এবং ২১ তারিখে দার্জিলিং, কালিমপং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বৃষ্টি হতে পারে। তবে ২২ তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া : আগামী ২১ মার্চ মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন। সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এই আবহাওয়া চলতে পারে ২১ মার্চ বুধবার পর্যন্ত। ২৩ মার্চ বৃহস্পতিবার থেকে আবহাওয়া উন্নতি সমৃভাবনা রয়েছে। তবে সেদিনও কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতর।
ভারী বৃষ্টির সম্ভাবনা : আগামী ২৪ ঘন্টায় মালদহ, দুই দিনাজপুর, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির কোনও কোনও জায়গায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমানের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।