বাংলা হান্ট ডেস্ক: ইদে (Eid) বাংলার ১২টি জেলায় বৃষ্টির (Rain Forecast) সম্ভাবনার কথা জানিয়েছিল আবহাওয়া দপ্তর। তবে হঠাৎ বদলে গেল পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতরের সাম্প্রতিক বুলেটিনে জানানো হয়েছে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়-বৃষ্টি হবে। পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া। ঘন্টায় গতিবেগ হতে পারে ৩০-৪০ কিমি।
হাওয়া অফিসের আপডেট অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদ, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। এর জেরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। শুক্রবারও বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়।
আজ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ঘন্টায় ৫০ কিমি বেগে ঝড়ের পাশাপাশি শিলাবৃষ্টির (Hailstorm) সতর্কতাও জারি হয়েছে কয়েক জেলায়। আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এর জেরে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
ওদিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইব দার্জিলিং এবং কালিম্পঙে শিলাবৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আগামী দুই থেকে তিন ঘণ্টায় উত্তরবঙ্গের ওই দুটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। জারি হয়েছে কমলা সতর্কতা।
আরও পড়ুন: ‘চারিদিকে ধোঁয়াই ধোঁয়া’ বলে ট্রোলড! এবার ‘প্রমাণ’ সহ হাজির রচনা, ঝটপট বানালেন Reel
দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এই সপ্তাহেই দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ৩-৫ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আগামীকাল দক্ষিণবঙ্গের শুধুমাত্র বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। জারি হয়েছে হলুদ সতর্কতা।