গরম যাবে চুলোয়! টানা ৭ দিন বৃষ্টিতে ভিজবে বাংলা, কোন কোন জেলায় সতর্কতা? আবহাওয়ার খবর

Published On:

বাংলা হান্ট ডেস্ক: মোটের ওপর ভালো ওয়েদারেই কেটেছে ইদ। বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টি (Rain Forecast) হলেও তা খুশির উৎসবের বিঘ্ন ঘটায় নি। এদিকে চৈত্রের শেষে এসে নববর্ষ নিয়েও স্বস্তির খবর দিল আবহাওয়া দপ্তর (Weather Office)। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃষ্টি চলবে রাজ্যের একাধিক জেলায়। ইতিমধ্যেই আগামী কয়েকদিনের জন্য বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

হাওয়া অফিসের আপডেট অনুযায়ী, আগামী সাত দিন মূলত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে। বুধবার থেকেই উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে। আপাতত সেই সিলসিলাই বহাল থাকবে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরে বৃষ্টি হতে পারে। তালিকায় থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলা।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের জলপাইগুড়িতে আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরে বৃষ্টির সম্ভাবনা। ওদিকে আজ শুক্রবার বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। বীরভূম ও মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এই দুই জেলায় বৃষ্টি চলবে আগামীকালও।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ শুক্রবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও অংশে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতাতেও।

আরও পড়ুন: এ যেন ১৮ মাসে বছর! কাজের গতি নেই বললেই চলে, এই সময়ের আগে পুরো রুটে চলবে না ইস্ট-ওয়েস্ট মেট্রো

আজ দক্ষিণবঙ্গের বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে। যার জেরে জারি হয়েছে হলুদ সতর্কতা।দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এই সপ্তাহেই দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ৩-৫ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আগামীকাল। আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৫ ও ২৬ ডিগ্রির আশেপাশে।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X