বাংলা হান্ট ডেস্ক: প্ৰতিনিয়তই আবহাওয়ার মুড সুইং। এই ঠান্ডা, তো এই রোদ, আবার কখনও ঝেঁপে বৃষ্টি। এককথায় ওয়েদারের (Weather) খামখেয়ালিপনায় জেরবার মানুষজন। আজ শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই মহানগরে।
ফেব্রুয়ারী মাসের শুরু থেকেই রাজ্য জুড়ে ফিরেছে শীতের (Winter) আমেজ। বেশ খানিকটা নেমেছে তাপমাত্রা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস (Alipore Weather Office), এই মুহূর্তে রাজ্যে উত্তর-পশ্চিমী বায়ু ঢুকছে। এর জেরেই রাজ্যে কমছে তাপমাত্রা (Temperature)।
আজ শনিবার দক্ষিণবঙ্গের ৬ জেলা বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান,পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের কিছু অংশে শৈত্য প্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের এই ছয় জেলায় শৈত্য প্রবাহের পরিস্থিতি থাকবে।
আজ ও আগামীকাল রবিবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের ৩ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী সপ্তাহ থেকে ফের ভোলবদল করতে পারে আবহাওয়া। দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
তবে বৃষ্টির লুকোচুরি থাকলেও শীতের আর বেশিদিন স্থায়ী হবেনা বঙ্গে। আগামী সপ্তাহ থেকেই শীতের বিদায়ের ঘণ্টা। ধীরে ধীরে বাড়তে শুরু করবে তাপমাত্রা। শুরু হবে বসন্তের রঙিন চ্যাপ্টার।আবহাওয়ার আপডেট অনুযায়ী সরস্বতী পুজোর পর থেকে ধীরে ধীরে আবহাওয়ার (West Bengal Weather Update) পরিবর্তন হবে।
আরও পড়ুন: শুভেন্দুর আল্টিমেটাম! সন্দেশখালি ইস্যুতে রাজ্যপালকে ২৪ ঘন্টার ডেডলাইন বিরোধী দলনেতার
উত্তরবঙ্গের আবহাওয়া: আলিপুর দপ্ততের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের বাকি কোনও জেলায় আর বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী সপ্তাহে বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে।