বাংলাহান্ট ডেস্ক : আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে মৌসুমি বায়ু ঢোকার সঙ্গে সঙ্গেই মনে হয়েছিল এবার সময়ের আগেই হয়ত বর্ষার আগমন হবে রাজ্যে। কিন্তু খামখেয়ালী দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আপাতত আশাহতই করল বাঙালীকে। তীব্রতা হারিয়ে মৌসুমি বায়ুর উত্তরমুখি যাত্রা আপাতত স্তব্ধ। কিন্তু মৌসুমি বৃষ্টিপাতে খানিক বিলম্ব থাকলেও রাজ্যবাসীর জন্য সুখবর দিল আবহাওয়া দপ্তর। আগামী ৩ দিন প্রাক বর্ষার বৃষ্টিতে ভিজতে চলেছে কলকাতা সহ গোটা রাজ্য।
আজও কলকাতায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। গত কয়েকদিন ধরেই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলছে কলকাতা এবং সংলগ্ন এলাকাগুলিতে। তাতে খানিক স্বস্তি মিললেও তা সাময়িকই। আজ থেকেই বেড়েছে শহরের পারদ। প্রায় ২° বেড়েছে দিনের তাপমাত্রা। কিন্তু আগামী ৩ দিনই বিকেলের দিকে ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকলেও মোটেই কমছে না গরম। আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণের জন্য বরং পাল্লা দিয়ে বাড়বে ভ্যাপসা গরম।
এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী দিন কয়েক পাহাড়ে বৃষ্টির সম্ভবনা রয়েছে। বৃষ্টি হবে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই। হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে পাহাড় এবং হিমালয় পাদদেশ সংলগ্ন জেলাগুলি। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও।
শুধু উত্তরবঙ্গই নয়, দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই রয়েছে বজ্র-বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বইতে পারে কালবৈশাখীও। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলি বৃষ্টিতে ভিজবে আগামী দিন তিনেক। যদিও বৃষ্টি চললেও ভ্যাপসা গরম কমার সম্ভাবনা খুব একট নেই। বৃষ্টির পর সাময়িক স্বস্তি মিললেও বাতাসে আপেক্ষিক আর্দ্রতার জন্য বাড়বে ঘাম জনিত অস্বস্তি। একই সঙ্গে বেশ কিছুটা বাড়বে দিনের তাপমাত্রাও।