সকাল থেকেই ঝমকে ঝমকে বৃষ্টি! আগামী কয়েক ঘন্টার মধ্যে প্রবল বর্ষণে ভিজবে এই ৪ জেলা, আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক : আগামী ২৪ ঘন্টায় উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে দুই এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। রাজ্য জুড়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। আগামী দু-তিন দিনে তাপমাত্রা কিছুটা নামতে পারে।

আলিপুর আবহাওয়া দফতরে জানাচ্ছে, আজ বিকেলে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কয়েকটি অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তর ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে মৌসম ভবনের পক্ষ থেকে।

   

উত্তরবঙ্গে আগমন আগেই ঘটেছিল, এবার দক্ষিণবঙ্গেও প্রবেশ করেছে বর্ষা। আর এরই মধ্যে বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হল ঘূর্ণাবর্ত। জানা গিয়েছে যে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তা নিম্নচাপে পরিণত হতে চলেছে। আর এই নিম্নচাপের ফলে উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা জারি করা হয়েছে আবহাওয়া অফিসের পক্ষ থেকে।

পশ্চিমবঙ্গজুড়ে চলছে বৃষ্টি। আর এই বৃষ্টির জেরে ভ্যাপসা গরমও উধাও। আর এরই মধ্যে নিম্নচাপের ভ্রূকুটি দেখা দিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর অনুযায়ী, বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণাবর্ত শক্তিশালী নিম্নচাপে পরিণত হতে পারে। আর এই নিম্নচাপের জেরে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Untitled design 15 7

পাশাপাশি আগামী তিনদিন গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা জারি করা হয়েছে। বাদ যাবে না উত্তরবঙ্গও। দার্জিলিং, কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। আর এই বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ধস নামারও আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের তিস্তা, তোর্সা জলঢাকা সহ সব নদীরই জলস্তর বেড়ে গিয়েছে।

আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, দক্ষিণবঙ্গে এখনই টানা বৃষ্টির সম্ভাবনা নেই। তবে, কলকাতা সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন চার দিনের মধ্যে দক্ষিণবঙ্গের পারদ অনেকটাই কমবে।

আজ শহর কলকাতায় মূলত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা বেশি। এছাড়াও দিনের নানা সময় শহরের একাধিক এখানে বিক্ষিপ্ত ভাবে কয়েক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে সহটির দিনে। তবে দিনভর আজ শহরে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। তাপমাত্রা আরো কিছুটা কমবে আগামী দু-দিনে। আজ শহরের তাপমাত্রা ৩২ ডিগ্রি ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। শহরের আপেক্ষিক আর্দ্রতা থাকবে সর্বোচ্চ ৯০ শতাংশ।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর