ঝেঁপে বৃষ্টি নাকি বিরাট গরম! ষষ্ঠী থেকে দশমী কেমন থাকবে আবহাওয়া? বড় আপডেট দিল হাওয়া অফিস

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ দেখতে দেখতে অক্টোবর পড়ে গেল। হাতে বাকি মাত্র কিছুদিন। তারপরই ফুরোবে অপেক্ষার প্রহর। দুর্গাপুজোর আর তিন সপ্তাহও বাকি নেই। তবে এই সময়েই বিরাট খেল দেখাচ্ছে আবহাওয়া (Weather)। কখনও তুমুল বৃষ্টি, তো কখনও ফাটিয়ে গরম। এবার দুর্গাপুজোয় (Durga Puja) কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক।

ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীতে পুজোর এই ৫ টা দিনের জন্য কতই না অপেক্ষা বাঙালির। তবে এখন সকলের মনে প্রশ্ন একটাই। পুজোয় কী বৃষ্টি থাকবে? ভারী বৃষ্টি হবে কি? নাকি গরমে নাজেহাল হবে মানুষ। জানিয়ে রাখি এবার ১৪ অক্টোবর মহালয়া। পঞ্চমী ১৯ তারিখ। ষষ্ঠী পড়েছে ২০ অক্টোবর। তারপর ২১ অক্টোবর মহাসপ্তমী। ২২ তারিখ মহাষ্টমী। মহানবমী পড়েছে ২৩ অক্টোবর। আর বিজয়া দশমী আগামী ২৪ অক্টোবর।

কিছুদিন আগেই শোনা যাচ্ছিল এবার পুজোয় ভারী বৃষ্টি হতে পারে বঙ্গ জুড়ে। তবে ঠিক কী জানাচ্ছে আবহাওয়া অফিস? অক্টোবর মাসের ১৫ থেকে ২০ তারিখ ষষ্ঠী পর্যন্ত রাজ্যে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। শুধু তাই নয়, কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে।

আরও পড়ুন: ‘মালিক-কর্মচারী! সুদীপ, সৌগতরা ৩৩-৩৪ বছরের ছেলের পায়ে হাত দিয়ে..’, বিস্ফোরক শুভেন্দু

তবে ষষ্ঠীর পরদিন থেকে বদলাবে আবহাওয়া। খুশির খবর শুনিয়েছে হাওয়া অফিস। সপ্তমী থেকে দশমী অর্থাৎ ২১ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত পশ্চিমবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সামান্য বৃষ্টি হতে পারে।

weather lk

আরও পড়ুন: বাড়ছে পুজোর ছুটি? কবে থেকে শুরু? কতদিন পর্যন্ত? রইল শিক্ষা দপ্তরের অফিসিয়াল ছুটির তালিকা

পুজোর ৫ দিন খুব বেশি গরমও থাকবে না বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। গরম থাকলেও গাঁয়ে জ্বালা ধরানোর মতো তাপ থাকার সম্ভাবনা নেই বলেই মনে করছে হাওয়া অফিস।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X