বাংলাহান্ট ডেস্কঃ বজ্র-বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস বাংলার বিভিন্ন অংশে। আজ ও আগামী কাল বৃষ্টির সম্ভাবনা দক্ষিনবঙ্গে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হাওয়া সংঘাতেই ঝড় বৃষ্টি হবে আবহাওয়া দপ্তর সূত্রে।
আজ শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৮ ডিগ্রি সেলসিয়াস।বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩৪ থেকে ৯৬ শতাংশ।
পশ্চিমী ঝঞ্ঝা এবং অপ্রত্যাশিত উত্তুরে হাওয়ার কারণে মার্চ মাসের প্রথম সপ্তাহ শীতের আমেজ অনুভব করেছে রাজ্যবাসী। তবে কাল থেকে বাড়তে চলেছে তাপমাত্রা। চলতি মাসের মাঝামাঝিতে গরমের দাবদহ অনেকটা বেড়ে যাবে বলেও জানাচ্ছে আবহাওয়া দপ্তর।
পাশাপাশি,একটি শক্তিশালী এবং সক্রিয় পশ্চিমাবায়ু কাশ্মীরের কাছাকাছি অবস্থান করছে। এই পশ্চিমাবায়ুটির কারনে পূর্ব ও মধ্য ভারত জুড়ে বৃষ্টির পাশাপাশি তুষারপাত, বজ্রপাত, ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা মনে করছেন, উত্তর ভারতে প্রবেশ করতে এখনো বায়ুটির বেশ কিছুদিন সময় লাগবে, কারন ইরান, ইরাক, আফগানিস্তান ও পাকিস্তান পার করে আসতে হবে ঝঞ্ঝাটিকে।
এই পশ্চিমাঝঞ্ঝার কারনেই হিমাচলের বিভিন্ন অংশে ভারী বৃষ্টি-তুষারপাত, শিলাবৃষ্টি এবং তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছে। আগামী কালের জন্য সিমলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি কমলা সতর্কতা জারি করা হয়েছে 12-13 মার্চের জন্য।উনা, বিলাসপুর, চম্বা, কংরা, সিমলা, সোলান ও সিরমৌর জেলার জন্য হলুদ ও কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই ভারী বৃষ্টি-তুষারপাত, শিলাবৃষ্টি এবং তুষারপাতের কারনে রাজ্যজুড়ে বাড়বে শীতের প্রকোপ।