বাংলা হান্ট ডেস্কঃ এপ্রিল মাসের তীব্র দাবদাহ শেষে মে মাসটা খানিক স্বস্তিতে কেটেছিল। বৃষ্টির কারণে তেমন গরমের জ্বালাপোড়া থেকে রেহাই পেয়েছিল দক্ষিণবঙ্গ (South Bengal)। তবে জুন মাস থেকে ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। বর্ষা কবে ঢুকবে, আপাতত সেদিকেই চেয়ে রয়েছে প্রত্যেকে। এর মাঝেই আবহাওয়ার বদল (Weather Change) নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস।
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে সম্প্রতি জানিয়েছে আবহাওয়া দফতর। হাঁসফাঁস গরম শেষে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast) দেওয়া হয়েছে। বলা হয়েছে, গৌড়বঙ্গের জেলাগুলির আকাশে মেঘের আনাগোনা থাকবে। যে কোনও সময় আকাশ কালো করে ঝড় বৃষ্টি শুরু হতে পারে। এদিকে বৃষ্টি হলে তাপমাত্রাও (Weather Update) বেশ খানিকটা কমবে।
মালদ এবং দুই দিনাজপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। গত কয়েকদিন ধরেই অবশ্য বৃষ্টির পূর্বাভাস ছিল। তবে সেইভাবে ঝেঁপে বৃষ্টি হয়নি। যে কারণে ক্রমেই তাপমাত্রা বাড়ছে। তবে এবার আশার খবর শোনাল হাওয়া অফিস। আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, আগামী সপ্তাহেও গৌড়বঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ জল্পনার অবসান! লোকসভার বিরোধী দলনেতা হচ্ছেন রাহুল গান্ধী, শনিতেই শিলমোহর!
আকাশ মোটের ওপর মেঘলা থাকবে বলে খবর। কখনও হালকা, কখনও আবার ভারী বৃষ্টিপাত হতে পারে বলা জানানো হয়েছে। একইসঙ্গে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে যদি বৃষ্টি না হয়, তাহলে জেলাগুলির তাপমাত্রা বাড়তে পারে। আকাশ মেঘলা থাকলেও তাপমাত্রার বদল হবে না। যদি বৃষ্টি না হয়, তাহলে আগামীদিনে আরও বাড়বে জেলাগুলির তাপমাত্রা।
এদিকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার কথা বলা হলে, আজ তথা শনিবার দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা, বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান এবং বীরভূমে অস্বস্তিকর অরম থাকবে। ফলে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে কলকাতা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগণা এবং নদিয়াতেও সারা দিন গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।