ভ্যাপসা গরম থেকে মুক্তি! আজ দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস, রইল আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্কঃ প্যাচপ্যাচে গরমে বেহাল দশা দক্ষিণবঙ্গের (South Bengal) মানুষের। বেলা একটু বাড়তেই চোখ রাঙাচ্ছে সূর্য। তাপের কারণে বাইরে বেরনো মুশকিল হয়ে যাচ্ছে। এমতাবস্থায় এই আবহাওয়া থেকে স্বস্তি দিতে পারে বৃষ্টি। বৃষ্টি (Rain Forecast) কবে হবে? বর্ষাই বা কবে ঢুকবে? আপাতত এসব প্রশ্নই এখন বেশিরভাগ মানুষের মাথায় ঘুরছে। এবার এই নিয়েই মিলল বড় আপডেট (Weather Update)।

সম্প্রতি পূর্বাঞ্চলীয় প্রধান আবহাওয়া দফতরের অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, কয়েকদিন পর থেকেই দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টি শুরু হতে চলেছে। উত্তরবঙ্গের (North Bengal) ক্ষেত্রেও দেওয়া হয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। বুধবারের মতো বৃহস্পতিবারও উত্তরের ওপরের দিকের ৫ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মালদহ ও দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিনও কলকাতা, হাওড়া, হুগলি এবং উপকূলবর্তী দুই জেলা বাদে বাকি প্রত্যেকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

   

শুক্রবার আবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিন দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলায় অনেকটা অংশ জুড়ে বর্ষণের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে এদিন উত্তরবঙ্গের জেলাগুলতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।

আরও পড়ুনঃ গুমোট গরমের মাঝেই সুখবর! বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের এই জেলাগুলি, পূর্বাভাস হাওয়া অফিসের

শনিবার ঝাড়গ্রাম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। একইসঙ্গে ৩০ কিমি বেগে হাওয়া বইতে পারে। সপ্তাহান্ত তথা শনি এবং রবিবারও দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। এদিন রাজ্যে কোথাও তাপপ্রবাহের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।

Rain forecast in South Bengal Kolkata North Bengal West Bengal weather update 12th June

আগামী সপ্তাহেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে ওই দুই দিন উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে রাজ্যে মৌসুমী বায়ু কবে প্রবেশ করবে, সেই বিষয়েও আপডেট দেওয়া হয়েছে। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, ১৪ জুনের আগে এই নিয়ে দিল্লির মৌসম ভবন কোনও পূর্বাভাস দেওয়ার পরিস্থিতিতে নেই।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর