বাংলা হান্ট ডেস্কঃ দক্ষিণবঙ্গে (South Bengal) ফের একটু একটু করে বাড়ছে তাপমাত্রার পারদ। মঙ্গলবার বিকেলে কলকাতা সহ পার্শ্ববর্তী বেশ কিছু জেলায় বৃষ্টি হয়েছে। বুধবার সকালে আকাশে দেখা গিয়েছে মেঘের আনাগোনা। হাওয়া অফিসের তরফ থেকে বৃষ্টির পূর্বাভাসও (Rain Forecast) দেওয়া হয়েছে। তবে সেই সঙ্গেই জানানো হয়েছে, আগামী কয়েকদিনে ফের দক্ষিণবঙ্গে বাড়তে পারে গরম।
আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office) তরফ থেকে জানানো হয়েছে, আজ বিকেলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সকল জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ৩০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। তবে আজ বৃষ্টি হলেও আগামী কয়েকদিনে কিন্তু তাপমাত্রার পারদ ক্রমশই ঊর্ধ্বমুখী হবে।
হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ৩ দিনীর মধ্যে ৩-৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। তবে দক্ষিণে গরম বাড়লেও উত্তরের (North Bengal) জেলাগুলিতে কিন্তু এখন কয়েকদিন বৃষ্টি চলবে। আগামী মঙ্গলবার অবধি উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেই সঙ্গে দোসর হতে পারে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।
আরও পড়ুনঃ সংসদের পথে রচনা, গর্বে বুক ফুলছে ‘দূরে থাকা’ স্বামীর! বললেন, ও যেখানেই হাত দেয়…
এদিকে দক্ষিণবঙ্গে বর্ষা কবে ঢুকবে সেই খবরও দিয়েছে হাওয়া অফিস। জানানো হয়েছে, আগামী ১০ তারিখের পর দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার সম্ভাবনা রয়েছে। তবে তার আগে আজ কলকাতা সহ দক্ষিণের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে আগামীকাল থেকে দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়ায় গরম বাড়তে পারে। সেই সঙ্গেই অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে বলে জানানো হয়েছে। তবে তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হয়নি।
এদিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় গত কয়েকদিন ধরে রোজ রাতেই ঝড়বৃষ্টি হচ্ছে। আজও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী মঙ্গলবার অবধি উত্তরের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার