বাংলা হান্ট ডেস্কঃ দাবদাহের মতো অবস্থা না হলেও গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে (South Bengal) একটা গুমোট গরম রয়েছে। কিছু কিছু জায়গায় সামান্য বৃষ্টি হলেও তা সেই রকম কাজে আসেনি। তবে এর মাঝেই খানিক আশার খবর শোনালো হাওয়া অফিস। ভ্যাপসা গরমের মধ্যে বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast) দিল আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিসের (Alipore Weather Office) তরফ থেকে জানানো হয়েছে, আগামী মঙ্গলবার অবধি কলকাতা সহ পশ্চিমবঙ্গের নানান জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও আবার বৃষ্টির সঙ্গে দমকা হাওয়াও বইতে পারে বলে জানানো হয়েছে। তবে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার অবধি তিলোত্তমা সহ দক্ষিণবঙ্গের সকল জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইরকমভাবে বৃষ্টিতে ভিজতে পারে উত্তরের জেলাগুলিও (North Bengal)। আগামী মঙ্গলবার অবধি উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।
আরও পড়ুনঃ INDIA-র আশায় জল! তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদীই, ঘোষণা NDA-র
হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২ দিনে গাঙ্গের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আস্তে আস্তে তাপমাত্রার পারদ চড়তে শুরু করবে। এই জেলাগুলির তাপমাত্রা প্রায় ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস অবধি বৃদ্ধি পাবে। উত্তরবঙ্গে গত কয়েকদিন ধরে মোটামুটি বৃষ্টি হলেও, সেখানকার জেলাগুলির তাপমাত্রাও ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস করে বৃদ্ধি পেতে পারে।
আগামী মঙ্গলবার অবধি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় যেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তেমনই একটু একটু করে বাড়তে থাকবে তাপমাত্রাও। হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, আজ তথা বৃহস্পতিবার থেকে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় অস্বস্তিকর বজায় থাকবে।
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন বৃষ্টি চলবে বলে জানা যাচ্ছে। আগামী মঙ্গলবার অবধি সেখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে বইতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।