বাংলা হান্ট ডেস্কঃ এপ্রিল মাসের পর মে মাসেও গরমে পুড়ছে বাংলা। গত কয়েকদিন দক্ষিণবঙ্গের কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও, বেশিরভাগ এলাকা মোটের ওপর শুষ্কই (Weather Update) থেকেছে। তবে এবার বৃষ্টি নিয়ে স্বস্তির খবর শোনালো হাওয়া অফিস। রবিবার থেকেই দক্ষিণবঙ্গে (South Bengal) শুরু হয়ে যাবে বৃষ্টি। সোমবার থেকে আবহাওয়ার আমুল পরিবর্তন দেখতে পাবে বঙ্গবাসী।
সোমবার তথা সপ্রাহের শুরু থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast) রয়েছে। পঞ্চম দফার ভোটের দিন বৃষ্টিতে ভিজতে পারে বাংলা। সেই সঙ্গেই ঘণ্টায় ৩০-৫০ কিলোমিটার বেগে হাওয়াও বইতে পারে। রবিবার যেমন উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদে হালকা বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে।
অন্যদিকে আবার আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ২২ মে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে। প্রাথমিকভাবে এই নিম্নচাপ উত্তর-পূর্ব দিকে এগোবে। মধ্য বঙ্গোপসাগর এর অভিমুখ।
আরও পড়ুনঃ ভাসতে চলেছে বাংলা! বঙ্গোপসাগরে এবার গভীর নিম্নচাপ, হবে ঘূর্ণিঝড়? সামনে এল বিরাট আপডেট
জানা যাচ্ছে, আগামী ২৪ মে এই নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে কিন্তু এই নিম্নচাপ তৈরির আগে থেকেই বর্ষণ শুরু হবে। ভারতীয় মৌসম ভবনের তরফ থেকে ঘূর্ণিঝড়ের ওপর নজর রাখা হচ্ছে বলে খবর।
এদিকে এপ্রিলের তীব্র দাবদাহের পর মে মাসের শুরুর দিকেই বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গ। গত সপ্তাহ মোটের ওপর ঠাণ্ডাই ছিল। তবে চলতি সপ্তাহ থেকে অল্প অল্প করে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। তবে গরম একটু বাড়তেই ফের স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস। সোমবার থেকেই ফের পশ্চিমবঙ্গের আবহাওয়ার বিরাট পরিবর্তন আসতে চলেছে। আবারও বৃষ্টিতে ভাসতে চলেছে রাজ্য।
এদিকে আজ থেকেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগর সহ নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা ঢুকে পড়বে। নির্ধারিত সময়ের আগেই এবার বর্ষা ঢুকে পড়ছে। মৌসম ভবনের তরফ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়েই আগেই কেরলে মৌসুমী বায়ু ঢুকে পড়তে চলেছে।সোমবার থেকে আবার দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরের সকল জেলাও বৃষ্টিতে ভিজবে বলে খবর। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ প্রত্যেকটি জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। মঙ্গলবারও উত্তর এবং দক্ষিণবঙ্গের সকল জেলায় বৃষ্টিপাত হত্তে পারে। তবে জানা যাচ্ছে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির প্রভাব বেশি থাকবে। বুধবার বৃষ্টির প্রভাব খানিকটা কমবে। উত্তরের পাঁচ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গের সকল জেলায় বৃষ্টির প্রভাব কমতে থাকবে। প্রত্যেকটি জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।