বাংলা হান্ট ডেস্কঃ মার্চ থেকেই আস্তে আস্তে চড়তে শুরু করেছিল আবহাওয়ার পারদ (Weather Update)। এপ্রিল শুরুতেই তীব্র গরমে নাজেহাল দশা হয় রাজ্যবাসীর। তবে গত তিনদিনের বৃষ্টির জেরে আবহাওয়ার বদল ঘটেছে। এক লাগে ১১ ডিগ্রি কমেছিল কলকাতার তাপমাত্রা (Kolkata Weather)। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও মনোরম আবহাওয়া। এর মাঝেই ফের সুখবর শোনালো হাওয়া অফিস।
মঙ্গলবার তথা আজ আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার বদলের বিশেষ সম্ভাবনা নেই। এরপর থেকে আস্তে আসে ৩-৪ ডিগ্রি মতো বাড়বে। অর্থাৎ আগামী কয়েকদিন দাবদাহ থেকে রেহাই পাবে বঙ্গবাসী। একইসঙ্গে ‘স্বস্তির বৃষ্টি’র (Rain) খবরও শুনিয়েছে আবহাওয়া দফতর।
আগামীকাল দুই মেদিনীপুর, দুই ২৪ পরগণা এবং ঝাড়গ্রামে হালকা বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতও হওয়ার সম্ভাবনা আছে। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) সকল জেলাতেই হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ভিজতে পারে উত্তরবঙ্গও (North Bengal)। অর্থাৎ ঈদের দিন গোটা রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা আছে।
আরও পড়ুনঃ শাহজাহানের পর ED স্ক্যানারে তাঁর স্ত্রী! ১১ ঘণ্টা জেরার পর বড় পদক্ষেপ কেন্দ্রীয় এজেন্সির!
হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে। কলকাতাতেও ব্যতিক্রম হবে না। এদিকে তিলোত্তমার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং ২৫ ডিগ্রি সেলসিয়াস। মোটের ওপর মনোরম আবহাওয়া থাকবে বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের।
একইসঙ্গে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, ওড়িশা থেকে তামিলনাড়ু অবশি একটি নিম্নচাপ অক্ষরেখা আছে। একইসঙ্গে রাজস্থান ও অসমের ওপর একটি ঘূর্ণাবর্তও আছে। এই দুইয়ের মিলিত প্রভাবের ফলেই রাজ্যে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ বৃষ্টিতে ভিজলেও আবহাওয়া মোটের ওপর শুষ্কই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
উল্লেখ্য, এপ্রিলের শুরু থেকেই চড়চড় করে বাড়তে শুরু করেছিল আবহাওয়ার পারদ। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ৪০ ডিগ্রি পেরিয়ে গিয়েছিল। তীব্র দহনজ্বালায় কষ্ট পাচ্ছিল রাজ্যবাসী। গত কয়েকদিনের বৃষ্টির সৌজন্যে সেই কষ্ট থেকে অনেকটাই রেহাই মিলেছে।