বাংলা হান্ট ডেস্ক: শীতের বিদায় বেলায় ঝড়-বৃষ্টির খেল। গত কিছুদিন আবহাওয়া কিছুটা শুষ্ক থাকলেও ফের একবার ভিজতে চলেছে রাজ্যের একাধিক জেলা। বর্তমানে দক্ষিণবঙ্গে শীত প্রায় নেই বললেই চলে। সকালের দিকে হালকা শিরশিরানিও আজ থেকেই উধাও হতে পারে। আবহাওয়ার দপ্তরের (Alipore Weather Department) আপডেট অনুযায়ী, চলতি সপ্তাহে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ থেকেই ফের বাড়বে তাপমাত্রা। ঊর্ধ্বমুখী হবে পারদ। তবে এরই মধ্যে হাওয়া অফিসের আপডেট, অনুযায়ী বুধবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের পাঁচ জেলাতেও। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সম্ভাবনা। বুধের পর বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের সাত জেলায় বৃষ্টির সম্ভাবনা। দোসর হবে ঝোড়ো হাওয়া। প্রায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।
বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা নদীয়া, মুর্শিদাবাদ ও বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও।
আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Office) অনুযায়ী, উত্তর বঙ্গোপসাগরে রয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত। এর জেরেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে। যার জেরে মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওদিকে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝাও। দুইয়ের মিলিত প্রভাবে চলবে তাণ্ডব। এদিকে ধীরে ধীরে রাজ্য থেকে বিদায় নেবে শীত।
আরও পড়ুন: আজকের রাশিফল ১৯ ফেব্রুয়ারি, আর্থিক দিক থেকে লাভবান হবে এই চার রাশি
উত্তরবঙ্গের তাপমাত্রা: চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের দার্জিলিং এ। হালকা বৃষ্টি হতে পারে উত্তরের সব জেলাতেই। আগামী দুদিন সকালে কুয়াশার সতর্কবার্তা মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। আজ থেকে ফের উর্দ্ধমুখী হবে তাপমাত্রা।