বাংলা হান্ট ডেস্কঃ মে মাস থেকেই গরমের চোখ রাঙানি অনেকটা কমেছে। কয়েকদিন অন্তর বৃষ্টির জেরে তাপপ্রবাহের মতো পরিস্থিতিও তৈরি হয়নি। এদিকে ইতিমধ্যেই রাজ্যে প্রবেশ করেছে বর্ষা। আগেই বলা হয়েছিল, বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের জেলাগুলি। এবার দক্ষিণবঙ্গ (South Bengal) নিয়েও সুখবর শোনাল হাওয় অফিস।
উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast) রয়েছে। সেই সঙ্গে দোসর হতে পারে ঝোড়ো হাওয়া। ফলে এক ধাক্কায় তাপমাত্রার পারদ (Weather Update) অনেকখানি কমতে পারে। এদিকে আজ সকাল থেকেই কলকাতার (Kolkata) আকাশে মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। গোটা দিন জুড়েই মহানগরীতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস থেকে জানানো হয়েছে, আগামী তিনদিন দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে। আজ যেমন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। এই জেলাগুলি হল কলকাতা, হুগলি, হাওড়া, দুই ২৪ পরগণা, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ এবং নদিয়া।
আরও পড়ুনঃ ‘কুখ্যাত ডায়মন্ড হারবার মডেল’! CCTV ঘুরিয়ে ভোট লুট অভিষেক গড়ে? ভিডিও ফাঁস করলেন শুভেন্দু
রবিবার বৃষ্টি হলেও সোমবার থেকে তিলোত্তমার আবহাওয়ার উন্নতি হতে পারে। তবে আগামীকালও রাজ্যের একাধিক জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই জেলাগুলি হল, দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদিয়া এবং বাঁকুড়া।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী মঙ্গলবার অবধি দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ পরিস্থিতি থাকতে পারে। অর্থাৎ ভোট গণনার দিনই বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণের জেলাগুলি। সেদিন দুই ২৪ পরগণা, দুই বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গেই ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।
সব মিলিয়ে, আগামী ২-৩ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভোট গণনার দিনও রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টি কাটিয়ে আবহাওয়ার উন্নতি কবে হয় সেটাই এবার দেখার।