ফাল্গুনেও শিরশিরানি! কমছে তাপমাত্রা, ফের কামব্যাক শীতের? এক নজরে আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক: আবহাওয়ার খামখেয়ালিপনায় জেরবার রাজ্যবাসী। এই শীত, এই বৃষ্টি তো এই গুমোট ভাব। আবহাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে গত ২৪ ঘণ্টায় রাজ্যের একাধিক জেলায় বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিতে ভিজেছে শহর কলকাতাও। তাপমাত্রার যদিও খুব একটা হেরফের হয়নি। আজ শনিবার অর্ধ ছুটির দিনে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? বৃষ্টি কী হবে? জানুন আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office) লেটেস্ট আপডেট।

আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Office) অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টিপাত হবে না তিলোত্তমাতেও। মোটের উপর আজ শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে। তবে দক্ষিণবঙ্গের কোথাও কোথাও খুব সামান্য বৃষ্টি হলেও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

হাওয়া অফিসের আপডেট অনুযায়ী, আজ ১৭ ফেব্রুয়ারি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। বর্তমানে উত্তর বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যদিও এর প্রভাবে বাংলায় দুর্যোগের সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী, আগামী ২ থেকে ৩ দিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৮- ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

ওদিকে কলকাতায় শীতের আমেজ ধীরে ধীরে উধাও হলেও পশ্চিমের জেলাগুলিতে আরও কিছুদিন শীত স্থায়ী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ পশ্চিমের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। মোটের ওপর শুষ্কই থাকবে আবহাওয়া।

weather winter

আরও পড়ুন: আজকের রাশিফল ১৭ ফেব্রুয়ারি, লটারিতে টাকার বৃষ্টিতে ভিজবে এই তিন রাশি

উত্তরবঙ্গের আবহাওয়া: আজ শনিবার উত্তরবঙ্গের কোনও জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শুধুমাত্র দার্জিলিং এ হালকা বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২ দিন সামান্য তাপমাত্রা কমবে। তারপর ফের ঊর্ধ্বমুখী হবে পারদ। পাকাপাকিভাবে বিদায় নেবে শীত।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর