বাংলা হান্ট ডেস্ক: অবশেষে বর্ষা এলো কেরলে। নির্ধারিত সময়ের এক সপ্তাহ পর শেষমেষ মৌসুমী বায়ু প্রবেশ করলেও কেরলে।গত কয়েকদিন ধরে কিরণের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হয়েছে।আবহাওয়া দপ্তর এর আগেই ঘোষণা করেছিল এ সপ্তাহেই কেরলের প্রবেশ করবে বর্ষা।
এ মুহূর্তে কলকাতা হাঁসফাঁস করছে গরমে,কিন্তু ভারতে বর্ষা আসে কিরণ দিয়ে। সুতরাং এই মুহূর্তে বৃষ্টির স্বস্তি না পেলেও অন্তত আশ্বাস পেয়েছে কলকাতার মানুষ।
আবহাওয়া দপ্তর জানিয়েছে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ত্রিপুরা মিজোরাম হয়ে উত্তর-পূর্বে পা রাখবে বর্ষা।