বাংলা হান্ট ডেস্ক: ক্ষণে ক্ষণে আবহাওয়ার মুড সুইং। এই শীত তো এই হাজির হয় বৃষ্টি। কিছুদিন থেকে বৃষ্টির তেমন দেখা না মিললেও এবার ফের একবার আবহাওয়া বদলের সম্ভাবনার কথা জানাল আবহাওয়া অফিস। কলকাতা (Kolkata) এবং সংলগ্ন এলাকায় আবার শুরু হবে বৃষ্টি। রবিবার ঠিক এমনটাই ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর (Alipore Weather Office)।
রাজ্য জুড়ে উত্তুরে হাওয়ারদাপট। দক্ষিণবঙ্গে আপাতত হাড় কাঁপানো শীত না থাকলেও বজায় রয়েছে শীতের আমেজ। সকালের দিকে কুয়াশায় অচ্ছন্ন থাকছে একাধিক জায়গা। তবে এবার তাপমাত্রা বাড়বে। ফের একবার বৃষ্টি, এবং তার পাশাপাশি তাপমাত্রাও বেশ কিছুটা বাড়তে চলেছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আজ রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রির আশেপাশে। তবে আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। এমনটাই আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আসন্ন সপ্তাহের মাঝামাঝি সময়ে ফের রাজ্যে এন্ট্রি নেবে বৃষ্টি। ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বহু জায়গা। চলতি মাসের শেষ আর ফেব্রুয়ারীর শুরুতে বদল আসতে পারে রাজ্যের আবহাওয়ায়।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধ বৃহস্পতিবার থেকে হতে পারে রাজ্যের বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা। টানা ২৯ জানুয়ারি পর্যন্ত বৃষ্টি হবেনা দক্ষিণবঙ্গের জেলা গুলিতে। ৩০ ও ৩১ জানাুয়ারি, কলকাতা, দুই ২৪ পরগনা সহ পূর্ব মেদিনীপুরের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।
আরও পড়ুন: দুর্গাপুজোয় অনুদান দিচ্ছে মোদী সরকার! তালিকায় রাজ্যের ৩৫ ক্লাব, কত টাকা করে দেওয়া হবে?
ওদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গেও। এই সপ্তাহেই দার্জিলিং এ বৃষ্টিপাতের সম্ভাবনা। এরপর ২৯,৩০, ৩১ জানুয়ারি বৃষ্টি হতে পারে উত্তরের সমতলের জেলা গুলিতে। বৃষ্টির সম্ভাবনা কোচবিহার, জলপাইগুড়ি জেলায়। আগামী দু দিন রাজ্যে তাপমাত্রায় খুব একটা বদল দেখা যাবে না।