বাংলা হান্ট ডেস্ক: চৈত্রর শেষ থেকেই পুড়ছে বাংলা। আর বৈশাখে এসেছে দহন জ্বালা দ্বিগুন। সকাল থেকেই অসহ্য গরম। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের (South Bengal) বেশ কিছু জায়গায় জারি হয়েছে লু-এর সতর্কবার্তা। পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলায় চরম তাপপ্রবাহ (Heatwave) নিয়ে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর।আবহবিদরা জানিয়েছেন, এবার এপ্রিলে কলকাতাতে যা গরম পড়েছে এত দীর্ঘস্থায়ী গরম গত ৫০ বছরেও এপ্রিল মাসে (Kolkata) দেখা যায়নি।
কলকাতায় ইতিমধ্যেই তাপমাত্রা ৪১ ডিগ্রি ছুঁয়েছে। গতকাল পশ্চিম বর্ধমানের পানাগড়ে তাপমাত্রা ছিল ৪৫.১। বাঁকুড়ায় তাপমাত্রা ছিল ৪৪ ডিগ্রিতে। পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় তাপমাত্রা ছিল ৪৩.৬। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা গড়ে স্বাভাবিকের ৪-৫ ডিগ্রি ওপরে থাকার সম্ভাবনা রয়েছে।
রাজ্যের ৬ জেলায় চরম তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এর মধ্যে পশ্চিমের জেলাগুলি নিয়ে বাড়তি সতর্ক করেছে হাওয়া অফিস। আগামী সপ্তাহ জুড়েও এই অস্বস্তিকর আবহাওয়াই বজায় থাকবে। মঙ্গলবারের মধ্যে তাপমাত্রা ১-২ ডিগ্রি কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে তাতে জ্বালা কমার সম্ভাবনা নেই।
সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কয়েক জেলায়। চাতকের মত বৃষ্টির অপেক্ষায় সাধারণ মানুষ। ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, বর্তমানে উত্তর-পূর্ব অসমের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে যাতে একটি অক্ষরেখা এসে মিশেছে। এই অক্ষরেখা পূর্ব বিহার থেকে বিস্তৃত। এর জেরেই বৃষ্টির সম্ভাবনা।
আরও পড়ুন: বেআইনি নির্মাণ নিয়ে কড়া পদক্ষেপ কলকাতা পুরসভার, জারি হল নয়া বিজ্ঞপ্তি
সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বাকি দক্ষিণবঙ্গের আর কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতাতেও শুষ্কই থাকবে আবহাওয়া। তবে আশেপাশের জেলায় বৃষ্টির জেরে সামান্য স্বস্তি মিলতে পারে।