পুজোয় কোথায় কোথায় চলবে বৃষ্টি? ভালো আবহাওয়া কেবল এই সব জেলায়, আগাম আপডেট

Published On:

বাংলা হান্ট ডেস্ক: আজ দ্বিতীয়া! রাত পোহালেই তৃতীয়া। যদিও এখন থেকেই পুজোর আনন্দে মেতে উঠেছে বঙ্গবাসী। ঠাকুর দেখা থেকে জমিয়ে খাওয়া-দাওয়া শুরু। হাতে তো আর মাত্র ৪ দিন। এদিকে চিন্তা শুধু একটাই। বৃষ্টি অসুর ফের হানা দেবে না তো? পুজোয় কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?

গত শুক্রবারই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গ থেকে বিদায় নিয়েছে। পুজোয় আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই রাজ্যের অধিকাংশ জায়গায়। দক্ষিণবঙ্গে নির্বিঘ্নেই কাটবে পুজো। উত্তরের পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে কিছুটা বৃষ্টি চলছে। তবে বুধবার থেকে তা অনেকটাই কমবে।

আবহাওয়া দফতর (Weather Office) জানাচ্ছে পশ্চিমি ঝঞ্ঝার কারণে আগামী দু’দিন আকাশে মেঘ জমতে পারে। আপাতত বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই দক্ষিণবঙ্গে (South Bengal)। শুষ্ক থাকবে আবহাওয়া। কাল থেকে তাপমাত্রাও কমেছে সামান্য। পুজোর আগে না থাকবে বৃষ্টির দাপট, আর না থাকবে অসহ্য গরম। তবে আগামীকাল তৃতীয়ার দিন খুব সম্ভবত মেঘলা থাকবে আকাশ। ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।

আরও পড়ুন: তুলকালাম! বিধানসভায় দাঁড়িয়ে বেতনবৃদ্ধির বিলের কাগজ ছিঁড়ে ফেললেন BJP বিধায়করা, তারপর?

তবে নবমী ও দশমীতে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। বৃষ্টি হতে পারে একাধিক জেলায়। উপকূলের জেলাগুলির সামান্য বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী আপাতত পুজোর আগে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।

weather 77

১৭ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত শুধুমাত্র উত্তরের দার্জিলিং ও কালিম্পঙে হালকা বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলায় শুষ্ক থাকবে আবহাওয়া। তবে পুজোর শেষের দুদিন উত্তরের ওপরের দিকের ৫ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X