বাংলা হান্ট ডেস্ক: দীর্ঘ তাপপ্রবাহ আর তারপরই আবহাওয়ার বিরাট পাল্টি। চলতি সপ্তাহের বৃষ্টির জেরে হুড়মুড়িয়ে তাপমাত্রা কমেছে দক্ষিণবঙ্গ (South Bengal) সহ গোটা রাজ্যে। গতকাল তো ঝড় রীতিমতো তাণ্ডব চালিয়েছে দক্ষিণবঙ্গে। তবে সেটা ছিল কেবল ট্রেলার। আজ আরও বাড়বে দুর্যোগ। ভয়ঙ্কর হবে পরিস্থিতি। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর (Alipore Weather Office)।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, পূর্ব আসাম থেকে উত্তর ওড়িশা পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। এই অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। এর জেরেই প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাতের ও ঝড়ের তোলপাড়। ওদিকে পূর্ব বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত বর্তমানে অবস্থান করছে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ ভয়ঙ্কর রূপ নিতেই পারে পরিস্থিতি। শুক্রবার কালবৈশাখী চলবে দক্ষিণবঙ্গে। প্রায় সমস্ত জেলাতেই সেই আশঙ্কা রয়েছে। কলকাতা- সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার বইবে। সাথে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এই নিয়ে বৃহস্পতিবারই জারি হয়েছে কড়া সতর্কতা।
আজ কালবৈশাখীর পাশাপাশি তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। কোনো কোনো জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। আগামী রবিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি চলবে। রবিবারের পর ঝড়বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। তারপর থেকে ফের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা।
আরও পড়ুন: ‘৯১৫০০৫৬৬১৮’, বিরাট পদক্ষেপ স্বয়ং মোদীর! SSC মামলায় নয়া মোড়?
বৃহস্পতিবার বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। তাপমাত্রার বেশ খানিকটা পতন হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শনি-রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে নর্থবেঙ্গলেও। উত্তরবঙ্গে সব জেলাতেই আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এর মধ্যে মালদা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রবিদ্যুৎ- সহ বৃষ্টি চলবে সপ্তাহভর।