বাংলা হান্ট ডেস্ক: সপ্তাহভর ঝড়-বৃষ্টির তাণ্ডব চলছে রাজ্যে। যার জেরে বেশ খানিকটা কমেছে তাপমাত্রা।হাওয়া অফিস (Weather Office) সূত্রে খবর, আরও তিন দিন একই রকম আবহাওয়া থাকতে পারে গোটা রাজ্যে। সোমবারের পর থেকে পরিস্থিতি বদলানোর সম্ভাবনা। আজ শনিবারও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলা গুলিতে (South Bengal)।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। এর মধ্যে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে।
স্বস্তি জাগিয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই রাজ্যের কোনও জেলাতেই। সোমবারের পর থেকে পারদ চড়লেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি সৃষ্টি হবে না। আগামী সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে গোটা দক্ষিণবঙ্গেই।
আজ ফের কালবৈশাখীর তাণ্ডব চলতে পারে দক্ষিণবঙ্গে। ঝড় ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার জন্য জারি হয়েছে সতর্কতা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পূর্ব আসাম থেকে উত্তর ওড়িশা পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। এই অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। ওদিকে পূর্ব বাংলাদেশে আরয় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। যার জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়-বৃষ্টি হচ্ছে।
আরও পড়ুন: SSC নিয়ে চলছে মামলা! এরই মাঝে বহু চাকরি প্রার্থীর খুলল কপাল, নিয়োগ নিয়ে এল বিরাট নির্দেশ
সোমবার পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ উত্তরবঙ্গেও বৃষ্টি সম্ভাবনা রয়েছে। যদিও দক্ষিণবঙ্গের তুলনায় তীব্রতা কম থাকবে (Weather Update)। আজ উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সাথে দোসর হতে পারে দমকা হাওয়া। সোমবার উত্তরবঙ্গের ওপরের দিকের জেলা গুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।