ঘন ঘন পড়বে বাজ! আগামী দু’ঘণ্টায় ঝড়-বৃষ্টির তাণ্ডব কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৬ জেলায়

বাংলা হান্ট ডেস্ক: সকাল থেকেই দক্ষিণবঙ্গে (South Bengal) মেঘলা আকাশ, বেলা বাড়তেই ঘনাচ্ছে অন্ধকার! তাহলে কী আজ ফের দুর্যোগ? এমনই আভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর (Alipore Weather Office)। হাওয়া অফিস জানিয়েছে আগামী দু’তিন ঘণ্টায় দফায়-দফায় বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পাশাপাশি আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী ২-৩ ঘণ্টায় দক্ষিণবঙ্গের দুই জেলা ভাসাবে বৃষ্টি। উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা এই দুই জেলায় ধেয়ে আসছে তুমুল বর্ষণ৷ বৃষ্টির পাশাপাশি বইবে দমকা ঝোড়ো হাওয়া৷ যার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। পাশাপাশি কলকাতাযতেও একটু পরই বজ্রবিদ্যুৎ সহ তীব্র ঝড়বৃষ্টি শুরু হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আগামী দুঘণ্টায় কলকাতায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝড়ের তাণ্ডব চলতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস (Weather Office) সূত্রে খবর, আরও দুদিন একই রকম আবহাওয়া থাকতে পারে রাজ্যের বিশেষত দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সোমবারের পর থেকে পরিস্থিতি বদলানোর সম্ভাবনা।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই রাজ্যে। সোমবার পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তার পর থেকে তাপমাত্রা ফের বাড়লেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি আপাতত হবে না। আগামী সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে গোটা দক্ষিণবঙ্গেই।

weather 45

আরও পড়ুন: ১০ লক্ষ টাকায় ফাঁকা খাতা জমা দিয়ে ডাক্তার! NEET পরীক্ষায় ভয়ঙ্কর দুর্নীতি, ধৃত ৩

তবে কেবল কলকাতা বা দুই ২৪ পরগনাই নয় আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। শনিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলা গুলিতেও। এর মধ্যে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলা গুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে সোমবারের পর থেকে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর