১০০টি হাইড্রোজেন বোমার মতো শক্তি! কিছুক্ষণ পর থেকেই দক্ষিণবঙ্গে তাণ্ডব দেখাবে রেমাল, আবহাওয়ার খবর

   

বাংলা হান্ট ডেস্ক: হাতে আর কয়েক ঘণ্টা। তারপরই তাণ্ডব দেখবে ঘূর্নিঝড় রেমাল (Cyclone Remal)। বঙ্গোপসাগরে তৈরী হওয়া নিম্নচাপ ইতিমধ্যেই অতি গভীর নিম্নচাপের রূপ নিয়েছে। রবিবার সকালেই ভারত ও বাংলাদেশের সীমান্ত এলাকায় ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে৷ ইতিমধ্যেই চূড়ান্ত সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। রীতিমতো ভয়ে কাঁপছে দক্ষিণবঙ্গ (South Bengal) ও বাংলাদেশের দক্ষিণাংশের মানুষজন।

আগামীকাল এই রেমালের ল্যান্ডফল হবে। ঠিক কতটা শক্তিশালী এই ঘূর্ণিঝড় তা সেই সময়ই বোঝা যাবে৷ আবহাওয়া দপ্তরের সতর্কতায় যা জানান হয়েছে তাতে এটি চরম শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে আছড়ে পড়তে চলেছে স্থলভাগে৷ তথ্য অনুসারে একটি পূর্ণ শক্তির ঘূর্ণিঝড় সাধারণত ১০০টি হাইড্রোজেন বোমার মতো শক্তি প্রকাশ করতে পারে।

আবহাওয়ার দপ্তরের আপডেট অনুযায়ী, এই সাইক্লোন রেমালের মূল কেন্দ্র বাংলাদেশের দিকে হলেও ঝড়ের প্রভাব সর্বোচ্চ পড়বে দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা এই দুই জেলায়। সুন্দরবনের এলাকায় তাণ্ডব চলবে৷ সর্বোচ্চ ১১০-১২০ কিলোমিটার গতিতে এই দুই জেলায় খেল দেখাতে পারে ঘূর্ণিঝড়। বুধবার পর্যন্ত সাইক্লোনের প্রভাব থাকার সম্ভাবনা।

রবিবার এবং সোমবার ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে সবথেকে বেশি থাকবে৷ অতিভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি ৮০-৯০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই সমস্ত জায়গায় জারি হয়েছে কমলা সতর্কতা।

Cyclone Remal may hit Kolkata South Bengal North Bengal weather West Bengal weather update

আরও পড়ুন: ‘ল্যান্ডফলে’র আগেই খেল দেখাতে শুরু করল রেমাল! কলকাতায় শুরু ঝেঁপে বৃষ্টিঃ আবহাওয়ার খবর

আজ দুপুরের দিকে ঝোড়ো হওয়ার সাথে মুষলধারায় বৃষ্টি শুরু হয় কলকাতায়। এদিন বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেমে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে বইতে পারে দমকা হাওয়া। শনিবার দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর