বাংলা হান্ট ডেস্ক: হাঁসফাঁস গরমে বিপর্যস্ত জনজীবন। রেকর্ড তাপমাত্রা বৃদ্ধির সাক্ষী কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ (South Bengal)। দিনদিন বেড়েই চলেছে গরম, ওদিকে বৃষ্টির দেখা নেই বহুদিন। এপ্রিল শেষের পথে। উত্তরে বৃষ্টি হলেও গোটা মাসই কার্যত বৃষ্টিহীন রইল দক্ষিণবঙ্গ। আর এরই মাঝে গোটা দক্ষিণবঙ্গে জারি হল তাপপ্রবাহের কমলা সতর্কতা। কোথাও কোথাও লাল সতর্কতাও দেওয়া হয়েছে। আজ শনিবার কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? রইল আপডেট (Weather Update)।
উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় বৃষ্টি চলছিলই। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজও উত্তরবঙ্গের দার্জিলঙে, কালিম্পং এবং জলপাইগুড়িতে বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। রবিবার দার্জিলিং এ বৃষ্টি জারি থাকবে। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।
নতুন সপ্তাহেও ভিজবে উত্তরবঙ্গ। সোমবার ও মঙ্গলবারও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। বুধবারও একই রকম থাকতে পারে পরিস্থিতি। তবে আপাতত উত্তরের আই তিন জায়গা ছাড়া আর কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ২-৩ দিনে উত্তরবঙ্গে বেশ কিছুটা তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে উত্তর দিনাজপুর ও মালদহে তাপপ্রবাহের লাল সতর্কতা এবং দক্ষিণ দিনাজপুরে কমলা সতর্কতা জারি রয়েছে।
উত্তরে বৃষ্টি চললেও আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গেই তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। গোটা দক্ষিণবঙ্গেই তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি রয়েছে। ২৮ এপ্রিল পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপপ্রবাহের লাল সতর্কতা জারি হয়েছে।
আরও পড়ুন:বিদেশি থেকে পুলিশের রিভলভার! সন্দেশখালি থেকে কী কী পেল CBI? লিস্ট দেখে মাথা ঘুরছে বঙ্গবাসীর
আজ কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। তাপপ্রবাহের সঙ্গে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৪০ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাঘুরি করবে। দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পাশাপাশি জারি হয়েছে লু এর সতর্কতা। আগামী দুদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা।
এদিকে বৃষ্টি নিয়ে কোনও সুখবর দিতে পারেনি আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই। শুষ্ক থাকবে আবহাওয়া। দহন জ্বালা থেকে এখনই বাঁচার উপায় নেই।