দু’ঘণ্টায় ঝড়-বৃষ্টি শুরু কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৭ জেলায়, সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর

বাংলা হান্ট ডেস্ক: টানা তাপপ্রবাহের আজই অবসান। আবহাওয়া দপ্তরের (Weather Office) পূর্বাভাস অনুযায়ী রবিবার রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায়। হবে ঝড়ও। রবিবার থেকে শুরু করে আগামী ১১ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। উত্তরেও চলবে তাণ্ডব।

আবহাওয়া দফতর জানিয়েছে, আজ দক্ষিণের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টি হবে। ভিজবে কলকাতাও। রাতের দিকে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে। আগামী ৮ মে পর্যন্ত উপকূল সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টি এবং ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। এর জেরে সমুদ্রের কাছাকাছি অঞ্চলে বাড়তি সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

প্রায় এক মাস টানা তাপপ্রবাহের পর এবার ঝরবে বারিধারা। আগামী সপ্তাহের শনিবার পর্যন্ত গোটা রাজ্যেই ঝড়-বৃষ্টি পাশাপাশি কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা। সোমবার কালবৈশাখী ঝড়ের সাথে ভারী বৃষ্টির সম্ভবনা দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। বৃষ্টি চলবে তিলোত্তমাও।

সোমবার থেকে শনিবার পর্যন্ত বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া চলবে। কখনও ঘণ্টায় ৩০ থেকে ৪০, কখনও ঘণ্টায় ৫০ থেকে ৬০ বেগে দমকা হাওয়া বইবে। রবিবার রাতের দিকে দক্ষিণবঙ্গে কিছু জেলায় ঝড়ের পূর্বাভাস রয়েছে। এর মধ্যে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় উঠতে পারে।

South Bengal weather update

আরও পড়ুন: শ্লীলতাহানির অভিযোগে তদন্ত করতে পারবে না পুলিশ, রাজভবনের কর্মীদেরও ‘চুপ’ থাকার নির্দেশ

উত্তরবঙ্গে সকাল থেকেই মেঘলা আকাশ। তাপমাত্রাও স্বাভাবিক। আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে। কোথাও কোথাও ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর