উত্তাল সমুদ্র! জারি হল টর্নেডো সতর্কতা! একটু পরই দক্ষিণবঙ্গের ৬ জেলায় ৬০ কিমি বেগে কালবৈশাখী

Published On:

বাংলা হান্ট ডেস্ক: তীব্র তাপপ্রবাহের পর এবার দুর্যোগের ঘনঘটা। সোমবার থেকে শনিবার পর্যন্ত সপ্তাহভর ঝড়-বৃষ্টির তোলপাড় চলবে দক্ষিণবঙ্গ (South Bengal) সহ রাজ্যে এমনটাই পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর (Weather Office)। এরই মাঝে এবার রাজ্যে জারি হল টর্নেডো সতর্কতা। জানিয়ে রাখি, দুর্যোগের আশঙ্কায় সুন্দরবনে টর্নেডোর সতকবার্তা জারি হাওয়া অফিসের।

গতকাল থেকে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। বাড়বে ঢেউয়ের উচ্চতা। ইতিমধ্যেই সুন্দরবন এলাকায় দুর্যোগের পরিস্থিতি মোকাবিলায় নামখানা-সহ একাধিক থানার পুলিশের পক্ষ থেকে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। মাইক প্রচার শুরু করেছে পুলিশ। উপকূলবর্তী অঞ্চলে বাড়তি সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। মৎসজীবিদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর। বুধবার পর্যন্ত নদী ও সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে।

আগামী চার দিন মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে রাজ্যের প্রায় সমস্ত জেলায়। আগামী ১১ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। সোমবার বিকেলের পরই বদলে যাবে আবহাওয়া। একাধিক জেলায় উঠবে কালবৈশাখী ঝড়। সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টির পাশাপাশি ঝড়ের বেগ বেশি থাকতে পারে। ইতিমধ্যেই এই নিয়ে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

আজ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টি হতে পাড়ে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এর মধ্যে কালবৈশাখী ঝড়ের সাথে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। বৃষ্টির পাশাপাশি কখনও ঘণ্টায় ৩০ থেকে ৪০, কখনও ঘণ্টায় ৫০ থেকে ৬০ বেগে ঝোড়ো হাওয়া বইবে। আজ বিকেলের দিকে ভিজবে কলকাতাও।

এদিন কলকাতা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান-সহ দক্ষিণের সমস্ত জেলায় বজ্র বিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪৩ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামীকাল বিকেলের পর থেকে কমবে বৃষ্টি। ভারতীয় মৌসম ভবনের (IMD) তরফে জানানো হয়েছে বর্তমানে দুটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এই দুইয়ের মিলিত প্রভাবেই ঝড়-বৃষ্টির তাণ্ডব।

আরও পড়ুন: কলকাতায় কলেজ ছাত্রের বাড়ি থেকে উদ্ধার বিপুল অস্ত্রভাণ্ডার! যা যা পাওয়া গেল…মাথায় হাত পুলিশের

গতকাল বিকেল থেকেই দমকা হাওয়া বইছে উত্তরের জেলাগুলিতে। সোমবার বেড়েছে হওয়ার গতিবেগ। এদিন সকালে বৃষ্টিও হয় উত্তরবঙ্গের কিছু জেলায়। গতকাল রাতেও ভিজেছে কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের একাংশ। আজ বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে। বৃষ্টির পাশাপাশি কোথাও ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে পর্যন্ত দমকা হাওয়া বইতে পারে। উত্তরের সব জেলাতেই আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X