বাংলা হান্ট ডেস্ক: তাপপ্রবাহের অবসান ঘটিয়ে চলছে টানা বৃষ্টি। এরই মাঝে হঠাৎ কালবৈশাখীর পূর্বাভাসের কথা জানাল আবহাওয়া দপ্তর (Weather Update)। আজ ও আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal) সমস্ত জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, এই দুদিন ঝড়-বৃষ্টিতে তোলপাড় হবে গোটা রাজ্য।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরী হবে দক্ষিণবঙ্গে। কলকাতা- সহ সব জেলাতেই ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার বইবে। সাথে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়। ইতিমধ্যেই জারি হয়েছে সতর্কতা। বৃহস্পতিবার রাতের পর শুক্রবার বাড়বে ঝড়-বৃষ্টির দাপট।
আগামী রবিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আপাতত পরিষ্কার আকাশ দেখার সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া। ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ উপকূলের জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার দাপট বেশি থাকবে।
শুক্রবার ঝড়-বৃষ্টি চলবে গোটা রাজ্যেই। কোথাও কোথাও ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। আপাতত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই। উপরন্তু আরও নামতে পারে পারদ। রবিবারের পর ঝড়বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। তারপর থেকে বাড়বে তাপমাত্রা।
আরও পড়ুন: রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, কুকথা! এবার ‘বিশেষ’ আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা
উত্তরবঙ্গের একাধিক জেলায় আজও বৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে মালদা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল। বিকেল বা সন্ধ্যার পর ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে৷ হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার। উত্তরবঙ্গের সব জেলাতেই গোটা সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের আট জেলাতেই বজ্রবিদ্যুৎ- সহ কয়েক বৃষ্টি হবে।