বাংলা হান্ট ডেস্ক: তীব্র দাবদাহের পর স্বস্তি ফিরেছে গোটা দক্ষিণবঙ্গে (South Bengal)। গত দুদিনের ঝড়-বৃষ্টিতে বেশ খানিকটা কমেছে তাপমাত্রা। আজও হুড়মুড়িয়ে নামল পারদ। এরই মাঝে শিলাবৃষ্টি শুরু হল কলকাতায়। কিছুক্ষণ আগেই দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতায় ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছিল আবহাওয়া দপ্তর ((West Bengal Weather Updates)। সেই মতই শিলাবৃষ্টি সহ ঝড়ে পড়ল বারিধারা।
আগামী দুই ঘণ্টায় মুর্শিদাবাদের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ তুমুল বৃষ্টি নামতে পারে। সঙ্গে বইতে পারে ৩০ কিলোমিটার বেগে হাওয়া। তড়িঘড়ি হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। সপ্তাহ জুড়ে ঝড়-বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। এমনই পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর।
আগামী শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া। আজ দিনভর রাজ্যের প্রায় সমস্ত জেলাতেই ঝড়-বৃষ্টি চলবে। এর মধ্যে ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনায় ঝোড়ো হাওয়ার দাপট বেশি থাকবে।
বৃষ্টির সম্ভাবনা বীরভূম, ও পশ্চিম বর্ধমানেও। আগামী দুঘণ্টার মধ্যে এই সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ৪০ কিলোমিটার ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ কিছুটা কম থাকলেও আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে বৃষ্টির দাপট বাড়বে। আগামীকাল কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে কলকাতা সহ একাধিক জেলায়।
আরও পড়ুন: সন্দেশখালিতে দাপিয়ে বেড়াচ্ছে শাহজাহান বাহিনী! ঠান্ডা করতে এবার চরম পদক্ষেপ CBI-র
শুক্রে ঝড়-বৃষ্টির সম্ভাবনা গোটা রাজ্যেই। কোথাও কোথাও ভারী বৃষ্টি চলতে পারে। সঙ্গী হবে দমকা হওয়া। গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। কয়েক জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলাতে শুরু হয়েছে বৃষ্টি। বিকেল বা সন্ধ্যার পর ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে৷ হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার। উত্তরবঙ্গের সব জেলাতেই গোটা সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা।