আর নয় গরম, দক্ষিণবঙ্গে এবার জেলায় জেলায় বৃষ্টি! কখন? সুখবর দিয়েই দিল হাওয়া অফিস

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ সকাল থেকে প্রখর রোদ। বিকেল হলেও মিলছে না স্বস্তি। তাপপ্রবাহের জেরে রীতিমতো নাজেহাল দশা বঙ্গবাসীর। একটু বৃষ্টির জন্য রীতিমতো চাতক পাখির মতো চেয়ে আছে প্রত্যেকে। এই আবহে আশার খবর শোনালো হাওয়া অফিস (Weather Update)। একটানা গরম শেষে এবার বৃষ্টিতে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গ (South Bengal)।

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, শনিবার অবধি আবহাওয়া মোটামুটি একই থাকবে। বিশেষ বদল হবে না। তবে রবিবার শেষে সোমবার থেকেই রাজ্যের বহু জেলায় বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা এই তাপপ্রবাহ (Heatwave) থেকে সাময়িক মুক্তি পেতে পারে। তবে রবিবার অবধি গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।

বৃষ্টির পূর্বাভাস দিলেও, এর ফলে তাপপ্রবাহ ঠেকানো যাবে কিনা সেই বিষয়ে সন্দিহান খোদ হাওয়া অফিস। আবহাওয়া দফতরের তরফ থেকে বলা হয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও রাজ্যের বিভিন্ন জেলায় যে তাপপ্রবাহ চলছে, সেটা খুব একটা কমবে না। তবে যে যে জায়গায় বৃষ্টি হবে, সেখানে আকাশ মেঘলা থাকবে এবং গরম তুলনামূলকভাবে কম থাকবে।

আরও পড়ুনঃ বিদ্রোহী কুণালের পাশে রাজ্যের প্রভাবশালী মন্ত্রী! ভোটের মধ্যেই তৃণমূলে বড় ভাঙন? তোলপাড় রাজ্য

আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, শনিবার উত্তরবঙ্গের (North Bengal) দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এবং জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে রবিবার থেকে পূর্ব মেদিনীপুর, নদিয়া, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে সপ্তাহের শুরু থেকেই সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের সকল জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

এদিকে শুক্রবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আবার ২-৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। রবিবার থেকে বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গ। সেই সঙ্গেই ৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে জানানো হয়েছে।

South Bengal weather update

শুক্রবার কলকাতার আকাশ খানিক মেঘলা থাকলেও বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৪০-৪১ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করবে।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X