বাংলা হান্ট ডেস্কঃ ঝড়বৃষ্টি কমতেই হু হু করে চড়ছে তাপমাত্রার পারদ। গত মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের (South Benga Weather) একাধিক জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। ভ্যাপসা, অস্বস্তিকর গরমে কার্যত নাজেহাল দক্ষিণবঙ্গবাসী (South Bengal)। এই আবহে ফের স্বস্তির বৃষ্টির পূর্বাভাস। আবারও একটানা ঝড়বৃষ্টির সম্ভাবনা। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস (Weather Update)।
দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কোন কোন জেলা ভিজবে?
বৈশাখী দহনে পুড়ছে বাংলা। ঝড়বৃষ্টির সিলসিলা থামতেই দক্ষিণের পাঁচটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। মালদাতেও তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরের এই জেলার তাপমাত্রাও ৪০ ডিগ্রির কাছাকাছি ছিল। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ডিগ্রি বেশি ছিল বলে খবর।
আরও দু’দিন তাপমাত্রা মোটামুটি এইরকমই থাকবে বলে পূর্বাভাস। তবে শনিবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে। ভ্যাপসা, অস্বস্তিকর গরম কাটিয়ে ফের ঝমঝমিয়ে শুরু হবে বৃষ্টি (Rainfall Alert)। হাওয়া অফিসের পূর্বাভাস এমনটাই বলছে।
জানা যাচ্ছে, আগামী ২-৩ দিন দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। সপ্তাহান্ত থেকেই বদলে যাবে আবহাওয়া। শনিবার থেকে দক্ষিণের প্রত্যেকটি জেলায় হাঁসফাঁস গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি কমতে শুরু করবে। দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ ও ঝাড়গ্রামের বেশ কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ অল্পবিস্তর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর থেকে একটানা পাঁচ দিন ঝড়বৃষ্টি চলতে পারে।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলার কয়েকটি জায়গায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এর পাশাপাশি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
অন্যদিকে উত্তরবঙ্গের (North Bengal Weather) কথা বলা হলে, মালদায় আপাতত তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তবে শনিবার থেকে আবহাওয়ার বদল হতে শুরু করবে। আজ উত্তরের তিন জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভিজতে পারে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং। আগামী তিন থেকে চারদিন আবহাওয়া মোটামুটি একই থাকবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) হুড়মুড়িয়ে বেড়েছে গরম। ঝড়বৃষ্টি থামতেই ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। এই পরিস্থিতিতে ফের বর্ষণের পূর্বাভাস! শনিবার থেকে আবহাওয়ার বদল হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।