বাংলা হান্ট ডেস্কঃ ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ (South Bengal Weather)। মার্চ মাস থেকেই ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। এপ্রিলেও সেই ধারা বজায় রয়েছে। এই আবহে বৃষ্টির পূর্বাভাস (Rainfall Alert) দিল আবহাওয়া দফতর। চৈত্রের শেষ লগ্নে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বর্ষণের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে (Weather Update)।
আজ ভিজবে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কোন কোন জেলা?
ভ্যাপসা, অস্বস্তিকর গরমে হাঁসফাঁস করছে দক্ষিণবঙ্গবাসী। বৃহস্পতিবার সকাল থেকেই কোথাও কোথাও দেখা যাচ্ছে মেঘলা আকাশ। আজ দক্ষিণের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। অল্প বিস্তর বর্ষণ হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
বৃহস্পতিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) পশ্চিম প্রান্তের কয়েকটি জেলা। বীরভূম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গেই উত্তরবঙ্গের বেশ কিছু জায়গাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ ভারী বৃষ্টিতে ভিজতে পারে উত্তর দিনাজপুর।
আরও পড়ুনঃ মহুয়াকে নিয়ে ‘অ্যাকশনে’ মমতা! এরপর হলেই সোজা সাসপেন্ড! সাংসদকে দেওয়া হল ‘লাস্ট ওয়ার্নিং’
আবহাওয়া দফতর জানিয়েছে, আজ থেকে আগামী ১৪ এপ্রিল অবধি দক্ষিণবঙ্গের (South Bengal) বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে। সেই সঙ্গেই বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া। যদিও শুধু আজ থেকে নয়, বিগত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সেভাবে বৃষ্টি না হওয়ায় দক্ষিণবঙ্গবাসীর আশা কার্যত ভেস্তে গিয়েছে।
দক্ষিণে সেভাবে বৃষ্টির দেখা না মিললেও উত্তরের একাধিক জেলায় ঝড়বৃষ্টি চলছে। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ১৪ এপ্রিল অবধি উত্তরবঙ্গের নানান জেলায় অল্পবিস্তর বর্ষণের সম্ভাবনা রয়েছে। অল্প বৃষ্টিতে ভিজতে পারে দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি ও মালদা। সেই সঙ্গেই দোসর হতে পারে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া।
উল্লেখ্য, মার্চের মাঝামাঝি থেকেই গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ (South Bengal Weather)। এপ্রিল মাসেও তেমন স্বস্তি মেলেনি। বিগত কয়েকদিন ধরে বৃষ্টির পূর্বাভাস থাকলেও সেভাবে কোথাও বৃষ্টি হয়নি। হাওয়া অফিস আবার জানিয়েছে, আজ থেকে আগামী ১৪ এপ্রিল অবধি দক্ষিণের একাধিক জেলায় বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই পূর্বাভাস মিলে গেল হাঁসফাঁস গরম থেকে অনেকটাই স্বস্তি পাবে দক্ষিণবঙ্গবাসী।