বাংলা হান্ট ডেস্ক: আজ তৃতীয়া। হাতে গোনা মাত্র ৩ দিন। বর্তমানে খুশির জোয়ারে ভাসছে গোটা বঙ্গবাসী। বাঙালির শ্রেষ্ঠ উৎসব বলে কথা। অন্যদিকে বোনাস হল আবহাওয়া। গত শুক্রবারই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গ থেকে বিদায় নিয়েছে। কেমন কাটবে পুজোর এই কয়েকটা দিন? মঙ্গলে কেমন থাকবে আবহাওয়া? জানুন বিস্তারিত।
আবহাওয়া দফতর জানাচ্ছে পশ্চিমি ঝঞ্ঝার কারণে আজ ও আগামীকাল বুধবার আকাশে মেঘ জমতে পারে। যদিও বৃষ্টি হবে না বলেই পূর্বাভাস। আবহাওয়া দফতর (Weather Office) সূত্রে খবর, আপাতত বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই দক্ষিণবঙ্গে (South Bengal)। শুষ্ক থাকবে আবহাওয়া। তাপমাত্রারও খুব বেশি হেরফের হবে না।
আজ তৃতীয়ার দিন খুব সম্ভবত মেঘলা থাকবে আকাশ। আজ দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। বৃষ্টি হবে না।
আরও পড়ুন: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট ঘোষণা নবান্নের! খুশিতে লাফাচ্ছেন সকলে
এদিকে মহানগরী কলকাতাতেও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই আপাতত। অষ্টমী পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভবনা নেই। তবে ১৭ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত উত্তরের দার্জিলিং ও কালিম্পঙে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের।
আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ক্ষীণ বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ারে। তবে এই জেলা গুলি ছাড়া উত্তরবঙ্গের কোথাও আজ বৃষ্টির পূর্বাভাস নেই।