মহানবমীতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতায়, কখন শুরু হবে? জানিয়ে দিল আবহাওয়া অফিস

বাংলা হান্ট ডেস্ক: আজ মহানবমী। সকাল থেকেই রাস্তায়, মণ্ডপে-মণ্ডপে মানুষের ঢল। ওদিকে নবমীতে থেকে রাজ্যের একাধিক জেলায় আকাশের মুখ ভার। এরই মধ্যে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) সূত্রে খবর আজই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। যা ঘূর্ণিঝড়ের রূপও নিতে পারে। নবমীর দিন কেমন থাকবে কলকাতার আবহাওয়া? জানুন কী বলছে আবহাওয়া অফিস।

আবহাওয়া দফতর সূত্রে খবর নবমী ও আগামীকাল দশমীর দিন উপকূল সংলগ্ন জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। আজ কলকাতার (Kolkata Weather) আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দশমীর দিনও বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টি হবে মহানগরীতে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হয়েছে, তা উত্তর দিক ধরে অগ্রসর হতে শুরু করে গভীর নিম্নচাপের রূপ নিয়েছে। যার জেরে আজ দক্ষিণবঙ্গে আবহাওয়ার মেজাজ গরম থাকবে। সকাল থেকে বৃষ্টি না হলেও দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় আংশিক মেঘলা আকাশ। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।

আরও পড়ুন: ১২ বছর আগে কেন নানুরে দুর্গাপুজো শুরু করেছিলেন কাজল শেখ? সত্যিটা জানলে চোখে জল আসবে

হাওয়া অফিসের পূর্বাভাস, নবমী এবং দশমীতে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বিকেলের দিকে। কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতে পুজোর শেষের দুদিন অর্থাৎ নবমী ও দশমীতে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বাকি জেলায় আবহাওয়া শুষ্কই থাকবে।

pujo weather

উত্তরবঙ্গেও আজ মেঘলা আকাশ। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা নেই। কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টি হলেও হতে পারে। সব জেলাতেই প্রায় আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে রাতের দিকে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর