বাংলা হান্ট ডেস্ক: সকাল থেকেই আংশিক মেঘলা উত্তরবঙ্গের আকাশ। কলকাতা সহ আশেপাশের কিছু জায়গাতেও আকাশ আংশিক মেঘলা ছিল। তবে দক্ষিণবঙ্গে গরমের দাপট কমেনি। চাঁদিফাটা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গের (South Bengal) মানুষ। তবে এরই মধ্যেই স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর (Alipore Weather Office)। শনিবার থেকেই আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনার কথা জানাল হাওয়া অফিস।
ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজই রাজ্যের কয়েকটি জেলা ভিজতে পারে। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ঘন্টায় ৪০- ৫০ কিমি বেগে বইতে পারে দমকা হাওয়া। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বর্তমানে জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে। যার মধ্যে একটি অবস্থান করছে উত্তর বাংলাদেশের উপর। অপরটি রয়েছে অসম এবং সংলগ্ন এলাকার উপরে। এর জেরেই ঝড়-বৃষ্টি হবে।
শুক্রবার দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টি না হলেও শনিবার থেকে বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। রবিবার দক্ষিণবঙ্গের সব ক’টি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা। রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই চার জেলায় ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝড়ও হতে পারে।
জানিয়ে রাখি, রবিবার দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এরপর সোমবারও ঝড়-বৃষ্টির কারণে জারি থাকবে সতর্কতা। ওদিকে আজ রাতের থেকেই বৃষ্টি শুরু যাবে উত্তরবঙ্গে। শুক্রবার ঘন্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সমেত উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।
আরও পড়ুন: ‘আমাদের কর্মী আরাবুল, শাহজাহানকে আমি অ্যারেস্ট করিয়েছি…’, মঞ্চে দাঁড়িয়ে যা বললেন মমতা
এরপর শনি ও রবিবার উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার