চতুর্থীতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝেঁপে বৃষ্টি! কখন শুরু হবে তাণ্ডব? আবহাওয়ার লেটেস্ট আপডেট

বাংলা হান্ট ডেস্ক: আজ চতুর্থী। তবে মহালয়ার পর থেকেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন সকলে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব বলে কথা। বর্তমানে পুজোর আনন্দে মাতোয়ারা গোটা বঙ্গবাসী। তবে সমস্যা একটাই। হঠাৎ যেন বৃষ্টি অসুর হানা না দেয়। আজ কী বৃষ্টি মাটি করবে পুজো? নাকি নির্বিঘ্নেই সাড়া যাবে প্যান্ডেল হপিং? কী জানাচ্ছে হাওয়া অফিস?

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে বুধবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। ওদিকে মঙ্গলবার দুপুরেও দক্ষিণ কলকাতার কিছু এলাকার পাশাপাশি নদিয়া এবং দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি জায়গায় সামান্য বৃষ্টি হয়েছে। গতকাল থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) পাশাপাশি উত্তরবঙ্গেরও (North Bengal) বেশ কিছু এলাকায় খানিক মেঘলা আকাশ।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) সূত্রে খবর, একই সাথে দুটো ঘূর্ণাবর্ত ঘনাচ্ছে, যার জেরে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরে থাকা ঘূর্ণাবর্ত ২০ অক্টোবর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। যার জেরে নবমী এবং দশমীতে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে পশ্চিমী ঝঞ্ঝার কারণে ষষ্ঠী পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আকাশ আংশিক মেঘলা থাকবে। আকাশে মেঘ জমলেও ভারী বৃষ্টি হবে না বলেই পূর্বাভাস।অষ্টমী পর্যন্ত নির্বিঘ্নেই কাটবে পুজো। তাপমাত্রারও সেরকম হেরফের হবে না বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।

আরও পড়ুন: অসুস্থ কালীঘাটের কাকুকে ‘সারপ্রাইজ’ দিতে SSKM পৌঁছে গেল ED, তারপর যা হল…

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।নবমী এবং দশমীতে বৃষ্টি হতে পারে কলকাতা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলি। দক্ষিণবঙ্গের বাকি জেলায় আবহাওয়া শুষ্কই থাকবে।

weather

আজ থেকে ২০ অক্টোবর পর্যন্ত উত্তরের দার্জিলিং কালিম্পঙ, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের। এছাড়া উত্তরের কোনও জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ আংশিক মেঘলা রয়েছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর