কালো মেঘে ঢাকবে আকাশ! পুজোয় ফের বৃষ্টি? চতুর্থীতেই খারাপ খবর দিল আবহাওয়া দপ্তর

বাংলা হান্ট ডেস্ক: আজ চতুর্থী। পুজোর আনন্দে মেতে উঠেছে গোটা বঙ্গবাসী। মহানগরী (Kolkata) সহ জেলায় জেলায় ঠাকুর দেখার ঢল নেমেছে। ওদিকে গতকাল থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় খানিক মেঘলা আকাশ। কোথাও আবার ঝলমলে রোদ সকাল থেকে। আজ কী বৃষ্টি হবে? কেমন থাকবে দুই বঙ্গের আবহাওয়া? জানুন বিস্তারিত।

আবহাওয়া দফতর সূত্রে খবর দক্ষিণবঙ্গের কিছু জেলায় সামান্য বৃষ্টি হতে পারে। ষষ্ঠী পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আকাশ আংশিক মেঘলা থাকবে। গত শুক্রবারই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গ থেকে বিদায় নিয়েছে। পুজোয় আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই রাজ্যের অধিকাংশ জায়গায়।

বুধবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ক্ষীণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ বাঁকুড়া, পুরুলিয়া , পশ্চিম বর্ধমানে ক্ষীণ বৃষ্টি হতে পারে৷ তবে সেই সম্ভাবনা খুব কম। পুজোর সময় যে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া অফিস। আকাশে মেঘ জমলেও বৃষ্টি হবে না বলেই পূর্বাভাস।

অষ্টমী পর্যন্ত নির্বিঘ্নেই কাটবে পুজো। তবে নবমী এবং দশমীতে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হওয়ার খানিক সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছিল হাওয়া অফিস। তাই আগেভাগেই সারুন প্যান্ডেল হপিং।

নবমী এবং দশমীতে বৃষ্টি হতে পারে কলকাতা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলি। দক্ষিণবঙ্গের বাকি জেলায় আবহাওয়া শুষ্কই থাকবে।

আরও পড়ুন: ব্যাক টু ব্যাক গ্রেফতার! পার্থের পর নিয়োগ দুর্নীতি মামলায় CBI এর জালে কৌশিক, কে এই ব্যক্তি?

pujo weatherr

১৭ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত উত্তরের দার্জিলিং কালিম্পঙ, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের। এছাড়া উত্তরের কোনও জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর