বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চম দফার ভোটের দিন রাজ্যজুড়ে ঝেঁপে বৃষ্টিরপাতের সম্ভাবনা। হাওয়া অফিসের তরফ থেকে আগেই জানানো হয়েছিল, সোমবার থেকে আবহাওয়ার ব্যাপক বদল হতে চলেছে। রবিবার থেকেই তার খানিক আভাস পাওয়া গিয়েছিল। গতকাল রাজ্যের বেশ কিছু এলাকায় বৃষ্টি হয়েছে। আজ দক্ষিণবঙ্গের (South Bengal) প্রত্যেকটি জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office) তরফ থেকে জানানো হয়েছে, আজ হাওড়া, হুগলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা (Rain Forecast) রয়েছে। সেই সঙ্গেই ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। অন্যদিকে উত্তর ২৪ পরগণার ব্যারাকপুর এবং বনগাঁতেও কালবৈশাখী হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৬০ কিলোমিটার কিংবা তার বেশি গতিবেশে হাওয়া বইতে পারে, এমন পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
আজ পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগণায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সকল জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ৩০-৫০ কিলোমিটার/ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গেই রয়েছে বজ্রপাতের সতর্কতা।
আরও পড়ুনঃ বাংলার উপর ঘূর্ণাবর্ত! ৬০ কিমি বেগে ঝড়, রাত পোহালেই তুমুল বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে, জারি সতর্কতা
আগামী বুধবার অবধি আবহাওয়া এমনটাই থাকবে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। দক্ষিণের পাশাপাশি উত্তরের পাঁচ জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সোমবার এবং মঙ্গলবার কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দুই দিনাজপুর এবং মালদায় দিনের বেলা গরমের অস্বস্তি বজায় থাকবে। বিকেলের পর বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমার পূর্বাভাস রয়েছে। উল্লেখ্য, রবিবার উত্তরের কালিম্পং, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ির পাশাপাশি দক্ষিণের হুগলি, দুই ২৪ পরগণা, পুরুলিয়ার নানা জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, গতকাল দিনের তাপমাত্রা ছিল ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা কিনা স্বাভাবিকের চেয়ে অল্প বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১.৮ ডিগ্রি বেশি।