বাংলাহান্ট ডেস্ক: আগামী কয়েকদিন এই দক্ষিণ ভারতে প্রবল বৃষ্টিপাত হতে পারে বলে জানালো হাওয়া অফিস।
কেরল ও কর্নাটকে সর্তকতা জারি করা হয়েছে। তামিলনাড়ুতেও প্রবল বর্ষনের সম্ভাবনা রয়েছে। দক্ষিন ভারতের ইডুক্কি, মলপ্পুরম, ওয়ানাড, কন্নুর, এনার্কুলাম ও ত্রিশুর জেলায় জারি করা হয়েছে সতর্কতা।
দক্ষিণ ভারতের সব রাজ্যেই বৃষ্টির ঘাটতি দিনের পর দিন বেড়েই চলেছে। চেন্নাই এর সীমা ছাড়িয়ে জলের অভাব দেখা দিয়েছে দক্ষিণবঙ্গের অনেক জায়গায়। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন প্রাকৃতিক দুর্যোগে রাজ্যবাসীকে সতর্ক থাকতে বলেছেন।