বাংলাহান্ট ডেস্কঃ সকাল থেকে শহর কলকাতার আকাশ ঢেকেছে মেঘে। সকাল থেকেই শুরু হয়ে গেছে বৃষ্টি (Rain)। হালকা ঝিরঝিরে বৃষ্টিতে ভিজছে কলকাতাবাসী (Kolkata)। কলকাতা ছাড়াও ও দুই ২৪পরগনার পাশাপাশি পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman), বীরভূম (Birbhum), বাঁকুড়া (Bankura), পুরুলিয়ায় (Purulia) বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
দক্ষিন বঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আজ বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী বুধবার বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ বেশি। রবিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সকালে কলকাতার তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। বেলার দিকে আকাশ মেঘলা থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।
সপ্তাহের প্রথম দিন থেকেই শুরু হয়ে গেছে বৃষ্টির ঝঞ্ঝাট। ঝিরে ঝিরে বৃষ্টি হলেও, তা সারা দিন ধরেই চলবে বলে জানা যায়। সোমবার থেকে বুধবার পর্যন্ত টানা তিন দিন চলবে এই বৃষ্টি। দুই ২৪পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ায় সর্বত্রই বৃষ্টির ছাট যাওয়ার সম্ভাবনা আছে। এমনকি উত্তরবঙ্গেও হতে পারে হালকা বৃষ্টি। উত্তরবঙ্গের জেলাগুলোতেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানায় আবহাওয়া দপ্তর।
আগামী ২৪ শে ফেব্রুয়ারী থেকে ২৬ শে ফেব্রুয়ারী অবধি শহররে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দিনগুলিতে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে। আগামী ৪৮ ঘণ্টা সর্বত্রই থাকবে এই বৃষ্টির আবহাওয়া। প্রধানত ঘূর্ণাবর্তের জেরেই এই সব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা বলে জানা যায় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে।