বাংলা হান্ট ডেস্ক: শীতের দাপটে কাবু উত্তরবঙ্গের মানুষজন। ওদিকে দক্ষিণবঙ্গে হাড় কাঁপুনি না থাকলেও রয়েছে শীতের আমেজ। গতকাল কলকাতার (Kolkata Weather) সর্বনিম্ন তাপমাত্রা ১২.৯। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজও তাপমাত্রা একই রকম থাকবে। কিছুদিন থেকে বৃষ্টি হচ্ছে না রাজ্যে। তবে এবার ফের একবার আবহাওয়া বদলের সম্ভাবনার কথা জানাল আবহাওয়া অফিস (Alipore Weather Office)।
আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মঙ্গলবার থেকেই বদলে যাবে আবহাওয়া। কলকাতা (Kolkata) এবং সংলগ্ন এলাকায় আবার শুরু হবে বৃষ্টি। মূলত বাংলাদেশে ঘূর্ণাবর্ত ও বঙ্গোপসাগরে (Bay of Bengal) ফের উচ্চচাপ বলয় তৈরি হওয়ায় জানুয়ারির শেষে এবং ফেব্রুয়ারীর শুরুতে দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টির সম্ভাবনা।
বৃষ্টির পাশাপাশি তাপমাত্রাও বেশ কিছুটা বাড়তে চলেছে বলে জানিয়েছে হাওয়া অফিস। তাপমাত্রা বাড়বে ২-৩ ডিগ্রি। আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। এমনটাই আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর।
আরও পড়ুন: আজকের রাশিফল ২৯ জানুয়ারি, লটারিতে ঝড় তুলবে এই চার রাশি
আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধ ও বৃহস্পতিবার রাজ্যের বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা। ৩০ ও ৩১ জানাুয়ারি, কলকাতা, দুই ২৪ পরগনা সহ পূর্ব মেদিনীপুরের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বহু জায়গা।
আরও পড়ুন: ‘পূরণ করব…’, সিভিক ভলান্টিয়ারদের জন্য বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর, খুশিতে আত্মহারা সকলে
আগামী ২৪ ঘন্টায় সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা। উত্তরের জেলা গুলিতে কুয়াশার দাপট বজায় থাকবে। বৃষ্টির সম্ভাবনা কোচবিহার, জলপাইগুড়ি জেলায়।