বাংলা হান্ট ডেস্ক: রাজ্যজুড়ে ফের বৃষ্টির ভ্রূকুটি! হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে যে, মঙ্গলবার বিকেল পর্যন্ত দক্ষিণবঙ্গে শীতের আমেজ বজায় থাকলেও মঙ্গলবার রাত থেকে তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হবে। পাশাপাশি, বৃহস্পতিবার রাজ্য জুড়ে ফের সম্ভাবনা রয়েছে বৃষ্টির। উত্তরবঙ্গে এই বৃষ্টির পরিমান সর্বাধিক হবে।
আবহাওয়ার খবর:
সর্বোচ্চ তাপমাত্রা : ২৬ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস
বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমান: ৯৭%
বাতাস : ৮ কিমি/ঘন্টা
উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়া:
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে যে, উত্তরবঙ্গে দার্জিলিংয়ের বিস্তীর্ণ অংশে ফের তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বুধ-বৃহস্পতিবার নাগাদ এই তুষারপাত হতে পারে সান্দাকফু-ধোত্রে-ফালুট-চটকপুর সহ দার্জিলিংয়ের উঁচু অংশগুলিতে। পাশাপাশি, মঙ্গল ও বুধবার উত্তরবঙ্গের ৫ জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে, দক্ষিণবঙ্গে মঙ্গলবার বিকেল পর্যন্ত উত্তুরে হাওয়া বইবে। যদিও, সকালে সামান্য কুয়াশা থাকলেও পরে পরিষ্কার আকাশ দেখা যাবে। পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হওয়ার সংঘর্ষে বুধবার থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে।
আগামী কালের আবহাওয়া:
আগামীকাল অর্থাৎ বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কিছুটা বাড়ার পাশাপাশি আগামীকাল আংশিক মেঘাচ্ছন্ন থাকবে পরিবেশ। এছাড়াও, উত্তরবঙ্গের ৫ জেলাতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা।
এদিকে, জোড়া পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে উত্তর-পশ্চিম ভারতে। পাশাপাশি, তুষারপাত হতে পারে জম্মু কাশ্মীর-লাদাখ-মুজাফফরাবাদ এবং হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডেও। এছাড়াও, বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি, উত্তরপ্রদেশ এবং রাজস্থানের বিস্তীর্ণ অংশে।